গীতিকার কবির বকুলের অজানা গল্প | Story of Lyricist Kabir Bokul

Описание к видео গীতিকার কবির বকুলের অজানা গল্প | Story of Lyricist Kabir Bokul

কবির বকুল বাংলাদেশের একজন স্বনামধন্য গীতিকার। এছাড়া তিনি সাংবাদিক হিসেবেও কাজ করছেন। সেরা গীতিকার হিসেবে তিনি মোট পাঁচবার  জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

কবির বকুল ১৯৬৬ সালের ২১ নভেম্বর চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তার স্ত্রী সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নী। তাদের দুই মেয়ে প্রেরণা ও প্রতীক্ষা এবং ১ ছেলে প্রচ্ছদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করেন।

কবির বকুল ১৯৮৬ সাল থেকে কবিতা, গান লেখালেখির সাথে জড়িত। ১৯৮৮ সালে তিনি প্রথম ১৩টি গান লিখে শিল্পী তপন চৌধুরীকে দেন। সেখান থেকে দুটি গান দুটি অ্যালবামে আসে। প্রথম গান ছিল 'কাল সারা রাত তোমারই কাকন যেন মনে মনে রিনিঝিনি বেজেছে' যার গায়ক ছিলেন শিল্পী আইয়ুব বাচ্চু। দ্বিতীয় গানটি ছিলো 'পথে যেতে যেতে খুঁজেছি তোমায়' যার গায়ক ছিলেন শিল্পী নাসিম আলী খান। এখন পর্যন্ত তিনি ৮ শতাধিক ছায়াছবির গান লিখেছেন এবং সবমিলিয়ে প্রায় পাঁচ হাজারের বেশি গান লিখেছেন। 

তার কিছু জনপ্রিয় গানঃ

যায় দিন যায় একাকী

কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে

আমার মাঝে নেই এখন আমি

দুঃখটাকে দিলাম ছুটি

আসবার কালে আসলাম একা

আকাশ ছুঁয়েছে মাটিকে

এত ভালোবেসো না আমায়

লাজুক পাতার মত লজ্জাবতী

তোমারে দেখিলো পরানো ভরিয়া

একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো

কই গেলা নিঠুর বন্ধু রে

জল পড়ে পাতা নড়ে

নয়নও ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে

.....
গীতিকার ও সুরকারদের জীবনী সম্পর্কে পরিচিত হতে গানগল্পের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয়জনের জন্মদিন, বিয়ের থীম সং বা যেকোনো উপলক্ষে গান বানাতে গানগল্প আছে আপনার প্রতীক্ষায়।

ধন্যবাদ।
Facebookpage:
www.facebook.com/gaangolpo2021

#কবির_বকুল #গীতিকার #Kabir_Bokul #gaangolpo #গানগল্প

Комментарии

Информация по комментариям в разработке