কাজল দেওয়ানের ভাব বিচ্ছেদ লালনগীতি || হেলায় হেলায় দিন বয়ে যাই || Kajol Dewan Baul Gaan

Описание к видео কাজল দেওয়ানের ভাব বিচ্ছেদ লালনগীতি || হেলায় হেলায় দিন বয়ে যাই || Kajol Dewan Baul Gaan

হেলায় হেলায় দিন বয়ে যায়
ঘিরে নিলো কালে ।।
আর কি হবে এমন জনম
বসবো সাধু মেলে ।।

কত শত লক্ষ যোনি
ভ্রমণ করেছো জানি
মানবকূলে মনরে তুমি
এসে কী করিলে ।।

মানবকূলেতে আসায়
কত দেব দেবতা বাঞ্চিত হয়
হেন জনম দীন দয়াময়
দিয়েছো কোন ফলে ।।

ভুলো নারে মন রসনা
সমঝে করো বেচাকেনা
লালন বলে কূল পাবে না
এবার ঠকে গেলে ।।

লালন ফকির

--------------------------------------------------------------------------------------
Helai Helai Din Boye Jai
Ghire Nilo Kaale

Lyric - Lalon Fakir | Perform - Kalaj Dewan ( কাজল দেওয়ান )

Venu - Bhaba Pagla Puja at Lokokobi Ashim Sarkar 's House
16-06-2019

Комментарии

Информация по комментариям в разработке