এক সাগর রক্তের বিনিময়ে-ll Ek sagorer rokter binimoye llএকটি কালজয়ী দেশের গান বাশীঁর সুরে।।

Описание к видео এক সাগর রক্তের বিনিময়ে-ll Ek sagorer rokter binimoye llএকটি কালজয়ী দেশের গান বাশীঁর সুরে।।

ঢাকা উওর সিটিকর্পোরেশন আয়োজিত ৫০ তম স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে হাতিরঝিলে সাংস্কৃতিক অনুষ্ঠানের একাংশ ।। এক সাগর রক্তের বিনিময়ে (Ek Sagar Rokter Binimoye)

কথাঃ গোবিন্দ হালদার
সুরঃ আপেল মাহ্‌মুদ

এক সাগর রক্তের বিনিময়ে,
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবনা।
দু:সহ বেদনার কন্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভূলব না।।


যুগের এ নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলব না।।

কিষাণ কিষাণীর গানে গানে,
পদ্মা, মেঘনার কলতানে,
বাউলের একতারাতে আনন্দ ঝঙ্কারে
তোমাদের নাম ঝংকৃত হবে।

নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে
আমরা তোমাদের ভুলব না।।

Комментарии

Информация по комментариям в разработке