গ্রামে এসে মাটির চুলা বানাচ্ছি রান্না করবো|Nadim Soha|

Описание к видео গ্রামে এসে মাটির চুলা বানাচ্ছি রান্না করবো|Nadim Soha|

গ্রামের আনন্দ কখনো শহরে খুঁজে পাবেন না যারা বেশি শহরে থাকেন শহর নিয়ে অহংকার করেন আপনার জন্ম শহরে আপনি গ্রামের না সত্য বলতে আপনি গ্রামকে ছোট করছেন একপ্রকারের আর মনে রাখবেন প্রজন্ম থেকে পূর্বে ফিরে গেলে আমরা আমাদের অতীতে আমাদের অস্তিত্ব আমাদের ইতিহাস সব কিন্তু গ্রাম থেকে শহর বলতে কিছুই ছিল না। আপনার আমার পূর্বপুরুষেরা গ্রামেরই ছিল আর গ্রামের মানুষ কিন্তু শহর তৈরি করেছে শহর বলতে কিছু ছিল না।

Комментарии

Информация по комментариям в разработке