মানুষ ছাড়াই চলবে পানির মোটর |

Описание к видео মানুষ ছাড়াই চলবে পানির মোটর |

সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারী ” পানির পাম্পের অটো কন্ট্রোলার
২০% ডিসকান্টে এখন পাচ্ছেন মাত্র = ৬,১৫০/- টাকায়।
পূর্বমুল্য =৭,৬৫০/- টাকা। ২০% ডিসকাউন্টে বর্তমান মূল্য = ৬,১২০/- টাকা।

Order : https://www.bsttltd.com/

ডিভাইসটি আমাদের টেকনিশিয়ান দ্বারা সেটআপ করলে:
৬,১৫০/- টাকার সাথে ইনেস্টালেসন চার্জ যুক্ত হবে ।
ঢাকা সিটিতে-৫০০/- টাকা ।
নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার এরিয়াতে-১,০০০/- টাকা।
এই এরিয়াগুলো ব্যাতিত সারা বাংলাদেশে কুরিয়ার করে হোম ডেলিভারি দেয়া হয়।

কেনো আমাদের ডিভাইসটি সবচেয়ে জরুরিঃ
আপনি অনেক টাকা ব্যয় করে স্বপ্নের বাড়িটি করেছেন কিন্তু পাম্প নিয়ন্ত্রণ না থাকার কারনে প্রতি মাসে হাজার হাজার টাকার বিদ্যুৎ ও পানির বিল অপচয় করছেন । আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করি পানির মোটর ছাড়া এবং চালু করা কতটা কষ্টের? নিশ্চিন্তে উত্তর দিবেন এর থেকে কস্টের কাজ অন্তত বাড়িতে আর কিছু নেই। এই কস্ট থেকে বাবা মা থেকে শুরু করে বাচ্চারা পর্যন্ত রেহাই পায়না। পাম্প বার বার নিচে যেয়ে চালু এবং বন্ধ করতে হয়। সময় মতো বন্ধ না হলে পানি পরে ছাদ ভেসে যাচ্ছে। আবার সময় মত চালু না হলে পানি পাচ্ছেন না । কোথাও বেড়াতে যেতে পারেননা। আপনার বাসায় আপনার বৃদ্ধ বাবা মা থাকতে পারে। সময় মত পানি না পেয়ে বাড়ির ভারাটিয়া চলে যাচ্ছে। এই কষ্ট ও ঝামেলা শেষ হবেনা যদি আপনি সচেতন না হন। আমরা এই সমস্যা সমাধানে কাজ করছি ২০১০ সাল থেকে। কেমন হয় যদি এই কাজটা আমাদের ডিভাইস করে দেয়?

পানির পাম্পের অটো কন্ট্রোলারটি কি কি কাজ করবে? এর সুবিধা সমূহঃ
✅ এই ডিভাইসটি পাম্পের সাথে সংযুক্ত করলে ওভারহেড অথবা রিজার্ভ ট্যাংক এর পানি শেষ হয়ে গেলে স্বয়ংক্রিয় ভাবে পানির পাম্প কে চালু করে দিবে।
✅ ওভারহেড অথবা রিজার্ভ ট্যাংকি পরিপূর্ণ হয়ে গেলে স্বয়ংক্রিয় ভাবে পাম্প বন্ধ হয়ে যাবে।
✅ ট্যাংকে কি পরিমান পানি আছে তা দেখা যাবে।
✅ রিজার্ভ ট্যাংকে পানি না থাকলে অটোমেটিক ভাবে সিগন্যাল দেবে এবং পাম্প অটোমেটিকলি বন্ধ থাকবে।
✅ ডিভাইসটি সম্পূর্ণ অটোমেটিক হওয়ার কারণে এটা অপারেট করার জন্য কোন অপারেটর প্রয়োজন হবে না, ইন্টিলিজেন্টলি নিজেই স্বয়ংক্রিয় ভাবে কাজ করবে।
✅ পানির অপচয় বিদ্যুতের অপচয় কমে আসবে এবং আপনার দেয়াল ড্যাম্প হওয়ার চান্স থাকবে না।

✅ হাই-ভোল্টেজ এবং লো-ভোল্টেজ থাকার কারণে আপনার পাম্প পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেখান থেকে অটোমেটিক পাম্পকে রক্ষা করবে।
✅ ডিজিটাল স্কিনে ট্যাংক এর পানির পরিমান, ভোল্টেজ, মোটর রানিং টাইম এবং মোটর মোড দেখা যাবে।
✅ টাইমার অপশন থাকায় সময় নির্দিষ্ট করে পানি তুলতে পারবেন।
✅ সেফটি টাইম থাকায় লোড সেটিং এর সময় ৫-১০ সেকেন্ড পরে পাম্প চালু হবে যাতে মোটরের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে মটর বেচে যাবে।
✅ ম্যানুল সুইচ থাকায় যে কোন সমস্যায় অথবা যে কোন মূহুর্তে মোটর কে চালু করতে পারবেন।
✅ আপনার ট্যাংকে কত পার্সেন্ট পানি থাকা অবস্থায় পাম্প চালু এবং বন্ধ করতে চান সেটা নির্দিষ্ট করে নিতে পারবেন।
✅ কন্ট্রোলারটি যে কোন পানির পাম্পে এবং যে কোন ট্যাংকে সেট করা যায়।


পানির ট্যাংকের অটো সুইচ,মটরের অটো সুইচ,মোটরে পানির টাংকিতে অটো সুইচ কানেকশন,মোটরের অটো সুইচ কানেকশন,পানির ট্যাংক অটো সুইচ,পানির ট্যাংকের অটো সুইচ দাম কত,মটরের অটো সুইচ কানেকশন,পানির টাংকিতে অটো সুইচ কানেকশন,পানির মটরের অটো সুইচ কানেকশন,অটো সুইচ,মোটরে অটো সুইচ কানেকশন,কিভাবে মোটরের অটো সুইচ লাগায়,মটরের পানির ট্যাংক ভরলেই মোটর অটোমেটিক অফ হয়ে,পানির টাংকি অটো সুইচ এর দাম,পানির ট্যাংকে অটো সুইচ কানেকশন,সাবমারসিবল মটরের অটো সুইচ কানেকশন

Комментарии

Информация по комментариям в разработке