RCB vs KKR IPL 2021 Match Live Updates in Bengali
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স সরাসরি ক্রিকেট স্কোর
বাংলার হয়ে খেলেন শাহবাজ আহমেদ। ক্লাব থেকে শুরু করে বাংলা টিম, বল-ব্যাট হাতে প্রচুর ম্যাচ জিতিয়েছেন শাহবাজ। তাঁকে অবশ্য টিমে নেওয়ার কথা ভাবেনি কলকাতা নাইট রাইর্ডাস। সেই শাহবাজই চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন কেকেআরের বিরুদ্ধে। আন্দ্রে রাসেল-ইওন মর্গ্যানদের আটকাতে বাংলার শাহবাজ তরুপের তাস বিরাট কোহলির। কলকাতা বনাম বেঙ্গালুরু ম্যাচ অনেক আকর্ষণ। সেখানে শাহবাজের অলরাউন্ডার পারফরম্যান্স ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। মুম্বইয়ের কাছে গত ম্যাচে অবিশ্বাস্য হেরেছে কলকাতা। সেই ধাক্কা কাটিয়ে দুরন্ত ফর্মে থাকা বিরাটের বেঙ্গালুরুর বিরুদ্ধে কেকেআর কি ঘুরে দাঁড়াতে পারবে? নাকি, সেই একই ভুল করে ডুববে? বিরাটের ব্যাটেও আইপিএলে ছয় হাজার রানের হাতছানি। অতএব, সিটবেল্ট বেঁধে ম্যাচ দেখতে বসুন!
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্কোয়াড:
বিরাট কোহলি (সি), দেবদূত পাদিক্কাল, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স (ডাব্লু), ওয়াশিংটন সুন্দর, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, কাইল জেমিসন, হর্ষাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, যুজভেন্দ্র চাহাল, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা , শচীন বেবি, শ্রকার ভারত, নবদীপ সায়নী, পবন দেশপাণ্ডে, রজত পাটিদার, মোহাম্মদ আজহারুদদীণ, ফিন অ্যালেন, সুয়াশ প্রভুদেসাই, ড্যানিয়েল সামস
কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড: নীতীশ রানা, শুবমান গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (সি), সাকিব আল হাসান, দীনেশ কার্তিক (ডাব্লু), আন্দ্রে রাসেল, প্যাট কমিন্স, হরভজন সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, বরুণ চক্রবর্তী, সুনীল নারাইন, বেন কাটিং , করুণ নায়ার, পবন নেগি, কুলদীপ যাদব, গুরকিরাত সিং মান, শেল্ডন জ্যাকসন, সন্দীপ ওয়ারিয়র, টিম সিফের্ট, লকি ফার্গুসন, রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আয়ার, কমলেশ নাগরকোটি, শিবম মাভি, বৈভব অরোরা
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স লাইভ স্কোর
Информация по комментариям в разработке