সব মনে রাখা হবে - রাহ্‌নুমা নূর Bangla abritti /recitation

Описание к видео সব মনে রাখা হবে - রাহ্‌নুমা নূর Bangla abritti /recitation

আমাদের মৌলিক দাবিকে
তোমাদের কুনীতির রঙ চড়িয়ে
ভেবেছ পার পাবে?
ভেবেছ মাথা নিচু করে
তোমার সন্তানেরা মার খাবে ?
আমরা মাথা নোয়াতে শিখিনি
বাপ দাদারা যুদ্ধ করেছে
ন্যায়কে লুটাতে দেখিনি ।
সব মনে রাখা হবে
সব কিছু মনে রাখা হবে।
আমি অধিকার চাইলেই
তুমি পাপ ঘাটো
আমার সত্তাকে রাজাকার ডাকো
তোমার মিথ্যে বুলি মুছে ফেলে
নতুন ইতিহাস লেখা হবে
সব মনে রাখা হবে
সবকিছু মনে রাখা হবে
আমার নিরাপত্তায় যে প্রহরী
তার গুলিতে মরেছে ভাই
হ্যালিকপ্টার , ট্যাংক নামিয়ে
মানুষকে করেছো ছাই
আবু সাইদের খুলে দেয়া বুকেই
আগামী সকাল লেখা হবে
সব মনে রাখা হবে
সবকিছু মনে রাখা হবে ।
তোমার ক্ষমতার দম্ভ
লক্ষ দূর্ণীতির স্তম্ভ
তোমার বেনজিরদের হরিলুট
বলেছ দেখলেই ওদের করো শুট
ভেবোনা ভুলেই থাকা হবে
সব মনে রাখা হবে
সবকিছু মনে রাখা হবে
আমাদের লাশ তোমাদের কাছে সংখ্যা
বন্ধুরা এক হলেই তোমাদের
মনে জাগে শঙ্কা
আমি রক্ত দিতেই এসেছি
রক্তকেই ভালবেসেছি
আমার রক্তে বাজবে তোমার
দুঃশাসনের লবডঙ্কা
সাথীদের স্মৃতি বুকে আঁকড়ে
মন খারাপেই থাকা হবে…
সব মনে রাখা হবে,
সব কিছু মনে রাখা হবে।
আমার মায়ের চোখে ভরা শ্রাবণ
বাবার হাতে সাদা কাফন
আর তোমার চোখে মেট্রোরেল?
তোমার বাপ দাদারা কি করেছে
ভেবোনা তা দিয়ে ঢাকা পড়বে
টিয়ার শেল
রাস্তায় লাল হয়ে পড়ে থাকে
আমার বোনের কপালের চুমকি
আর তোমার চামচাদের, দেখে নেয়ার হুমকি
ভেবোনা ভুলেই থাকা হবে
সব মনে রাখা হবে
সবকিছু মনে রাখা হবে ।
মাঝরাতে ঘরের দরজা ভেঙ্গে
তুলে নাও
আগামীর সত্যকে
একাত্তরের কালো রাতগুলো
জীবন্ত হয় আমাদের চোখে
আইন আদালতকে নাকে রশি দিয়ে
ভেবেছ দমিয়ে রাখা যাবে
সব মনে রাখা হবে
সবকিছু মনে রাখা হবে
তুমি কালো ছোঁড়
আমি আলো হবো
তুমি জেল ভরো
আমি ঝড় হবো
তুমি লাশ ঢাকো
আমি আকাশ খুঁড়ে লিখে যাবো
সব শহীদের নাম
অত্যাচারীকে হেঁচকে নামিয়ে
ঘোচাবো দুষ্কৃতিকারী দুর্ণাম
আমার ভাইয়ের কবরের মাটিতে
তোমার পাপের কলস পোঁতা হবে
সাথীদের স্মৃতি বুকে আঁকড়ে
মন খারাপেই থাকা হবে…
সব মনে রাখা হবে
সবকিছু মনে রাখা হবে
তোমার আশ্রয়ে পুষ্ট দানবেরা
ফেইসবুক, টুইটারে মিথ্যে লিখবে জানি
কিন্তু মনে রেখো,
আমরা দেশকে প্রাণের চেয়েও প্রিয় মানি ,
মিথ্যের গোড়া উপড়াতে জানি ।
তোমাদের চটি বই ছিঁড়ে সত্যই লিখে রাখা হবে…
সব মনে রাখা হবে,
সব কিছু মনে রাখা হবে।
মোবাইল,ইন্টারনেট, টেলিফোন বন্ধ রেখে
পৃথিবীর বুক থেকে দেশকে ঢেকে
ভেবেছ রক্ত মুছে নেবে ?
হা হা তুমি নির্বোধ
রক্তের ঋণ রক্তেই হয় শোধ
মনে রাখা হবে…
সব কিছু মনে রাখা হবে।
(ভারতীয় কবি আমির আজিজের 'সব ইয়াদ রাখা যায়েগা’' কবিতার ছায়া অবলম্বনে লেখা কলমে - কাজী রাহ্‌নুমা নূর )
#কোটা
#kobita_bangla
#আবৃত্তি
#studentprotest
#bangladeshnewsupdate

Комментарии

Информация по комментариям в разработке