কাটা ছেঁড়া ছাড়া কিডনী নালীর পাথর অপসারণ 8 August 2021

Описание к видео কাটা ছেঁড়া ছাড়া কিডনী নালীর পাথর অপসারণ 8 August 2021

যদি কিডনির নালীতে পাথর হয় তাহলে এটাকে বলে Ureteric Stone কারণ কিডনির নালীর মেডিকেল নাম ইউরেটার। পূর্বে এই ধরনের পাথর অপসারণ করতে কাটার প্রয়োজন হলেও বর্তমানে এটা না কেটে ভিতর দিয়েই যন্ত্রের সাহায্যে অপসারণ করা যায়। তাতে রোগীর কষ্ট কম হয়, কাটতে হয় না, ব্যাথা কম হয় এবং রোগী দ্রুত বাড়ি চলে যেতে পারে। বর্তমানে এটা সক পালস লেজারের সাহায্যে ও খুব সফলতার সাথে অপারেশন করা যায়। অপারেশন শেষে একটি স্ট্যান্ট লাগিয়ে দেয়া হয় যেটা পরবর্তীতে প্রস্রাবের রাস্তা দিয়ে আবার খুলে দিতে হয়। email ID is Monowar 24 @ Gmail.com.

Комментарии

Информация по комментариям в разработке