ওয়ারিশ শুত্রে পাওয়া জমি কিভাবে বন্টন করবেন | বন্টন দলিল করতে কত টাকা লাগে 407#

Описание к видео ওয়ারিশ শুত্রে পাওয়া জমি কিভাবে বন্টন করবেন | বন্টন দলিল করতে কত টাকা লাগে 407#

ওয়ারিশ শুত্রে পাওয়া জমি কিভাবে বন্টন করবেন | বন্টন দলিল করতে কত টাকা লাগে
বন্টননামা (Partition) দলিলের রেজিস্ট্রশন খরচ
১। রেজিস্ট্রেশন ফিসঃ বন্টনকৃত সম্পত্তির দলিলে লিখিত মোট মূল্য - (ক) অনূর্ধ্ব ৩ লক্ষ টাকা হলে ৫০০ টাকা। (খ) অনূর্ধ্ব ১০ লক্ষ টাকা হলে ৭০০ টাকা। (গ) অনূর্ধ্ব ৩০ লক্ষ টাকা হলে ১২০০ টাকা। (ঘ) অনূর্ধ্ব ৫০ লক্ষ টাকা হলে ১৮০০ টাকা। (ঙ) ৫০ লক্ষ টাকার ঊর্ধ্বে হলে ২০০০ টাকা। বন্টননামা দলিলে যে কয়টি পক্ষ হবে তার মধ্যে আর্থিক হিসাবে বৃহত্তম এক পক্ষের অংশের মূল্য বাদ দিয়ে মোট মূল্য হিসাব করতে হবে। ২। স্ট্যাম্প শুল্কঃ ৫০ টাকা। ৩। ই ফিঃ ১০০ টাকা। ৪) এন ফিঃ (i) বাংলায় প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ১৬ টাকা। (ii) ইংরেজি ভাষায় প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা। ৫) এনএন ফি (নকলনবিশগনের পারিশ্রমিক) (i) বাংলায় প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ২৪ টাকা। (ii) ইংরেজি ভাষায় প্রতি ৩০০ শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য ৩৬ টাকা। ৬) ২০০ টাকার স্ট্যাম্পে হলফনামা প্রিন্ট করে দলিলের সাথে সংযুক্ত করতে হবে।

Facebook page link
  / oninesupport123  

Комментарии

Информация по комментариям в разработке