Mangalapota Rajbari । মঙ্গলাপোতা রাজবাড়ি, গড়বেতা পশ্চিম মেদিনীপুর। গড়বেতা রাজবাড়ী ও রাজাদের ইতিহাস

Описание к видео Mangalapota Rajbari । মঙ্গলাপোতা রাজবাড়ি, গড়বেতা পশ্চিম মেদিনীপুর। গড়বেতা রাজবাড়ী ও রাজাদের ইতিহাস

Mangalapota Rajbari । মঙ্গলাপোতা রাজবাড়ি, গড়বেতা পশ্চিম মেদিনীপুর। গড়বেতা রাজবাড়ী ও রাজাদের ইতিহাস
৬০০ বছরেরও বেশি পুরনো ইতিহাস। রাজত্বের শুরু ১৭২০ সালে। তখন থেকেই শুরু গড়বেতার মঙ্গলাপোতা রাজবাড়ি। এমন এক রাজবাড়ি, যেখানে বহু বছর আগে প্রচলিত ছিল নরবলি। জানুন পশ্চিম মেদিনীপুরের মঙ্গলাপোতা রাজবাড়ির ইতিহাস।মল্লরাজাকে পরাজিত করে শামসের সিংহ রাজধানী স্থানান্তরিত করেন গড়বেতার মঙ্গলাপোতায়,মেদিনীপুর জেলার গড়বেতা থানার অন্তর্গত শিলাবতীর ধারে, শাল-মহুয়ার জঙ্গলের কোলে আমার ছোট্ট গ্রাম মঙ্গলাপোতা। ইতিহাস বলে, এই গ্রামে সিংহদের রাজবাড়ির যে দুর্গাপুজো তা শুরু হয়েছিল রাজা শামসের সিংহের আমলে। একসময় গড়বেতা ছিল বগড়ি রাজ্য। জনশ্রুতি বগড়ি নামটি এসেছে ‘বকডিহি’ থেকে। মহাভারতে বর্ণিত বকাসুরের রাজ্য ছিল বকডিহি।
সে যাই হোক, গড়বেতা ছিল বগড়ি রাজ্যের অন্তর্গত বা বগড়ি রাজ্য। ১৮ শতকের শুরুর দিক পর্যন্ত বগড়িরাজ্য ছিল বিষ্ণু পীরের মল্লরাজাদের অধীনে। ১৭২০ সালে মল্লরাজাকে পরাজিত করে শামসের সিংহ তাঁর রাজধানী গড়বেতা থেকে ৮ মাইল পূর্বে এই গ্রামে স্থানান্তরিত করেন। শোনা যায়, শামসের সিংহ রাজধানী স্থানান্তরিত করার সময় ওখানকার সর্বমঙ্গলা মন্দির থেকে মঙ্গলঘটটি তুলে নিয়ে এসে এই গ্রামে পুঁতেছিলেন। সেই থেকেই এই গ্রামের নাম হয় মঙ্গলাপোতা। মোটামুটি ধরে নেওয়া যায় ১৭২০/২১ সাল থেকেই আমাদের গ্রামে দুর্গাপুজো হয়ে আসছে। কালের অঘোম নিয়মে রাজাদের অবস্থার অবনতির সঙ্গে পুজোর জাঁকজমক এখন তলানিতে ঠেকেছে। রাজবাড়ি এখন খণ্ডহর। তবে, পুজো কোনওদিন বন্ধ হয়নি।
#garbata
#gangani
#grandcanyon
#durgapuja
#Mongalapota
#rajbarivlog
#rajbariinwestbangal
#rajmahal
#monglapota_rajbari
#garbeta_rajbari
#garbeta #monglapota
#rajbari
#medinipur
#sarbamangala_mandir
#sarbamangala_temple
#gangani
#grand_canyon_of_bengal

Комментарии

Информация по комментариям в разработке