নৌবাহিনী নিয়োগ🔥 BD Navy Direct Entry DEO Batch Commissioned Officer Exam I Navy ISSBI Navy written

Описание к видео নৌবাহিনী নিয়োগ🔥 BD Navy Direct Entry DEO Batch Commissioned Officer Exam I Navy ISSBI Navy written

বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার ডিইও ব্যাচ ‘অ্যাক্টিং ইন্সট্রাকটর সাব লেফটেন্যান্ট এবং এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট' পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে থাকে। Bangladesh Navy Direct Entry DEO batch 4 এক্সিকিউটিভ শাখা, ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা, শিক্ষা শাখা, শিক্ষা শাখা (আর্কিটেকচার) এবং শিক্ষা শাখা (মেডিকেল) ইত্যাদি শাখায় নিয়মিত সার্কুলার প্রকাশিত হয়ে থাকে ।

১.ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা:

শিক্ষাগত যোগ্যতা: নেভাল আর্কিটেকচার/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ও বিজ্ঞাপনে উল্লেখিত অন্যান্য বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং।SSC ও HSC পরীক্ষায় ন্যূনতম GPA ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে CGPA ৩.০০(৪ স্কেলে)।

২. শিক্ষা শাখা : পুরুষ ও মহিলা শিক্ষাগত যোগ্যতা: মনোবিজ্ঞান/গণিত/ইংরেজি/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/রসায়ন/পদার্থ/ আইন/ দর্শন ও বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয়ে স্নাতক (সম্মান)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং স্নাতকে (সম্মান) সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে)।

৩। এক্সিকিউটিভ শাখাঃ এক্সিকিউটিভ শাখায় আবেদনের জন্য আবেদনকারীকে পদার্থবিদ্যা/গণিত/রসায়ন/কম্পিউটার সায়েন্স/অ্যাপ্লাইড ফিজিকস/অ্যাপ্লাইড ম্যাথমেটিকস এবং তড়িৎ বিদ্যা/অ্যাপ্লাইড কেমিস্ট্রি/সমুদ্র বিজ্ঞান/নটিক্যাল ও বিজ্ঞাপনে উল্লেখিত বিষয়ে স্নাতক এবং বাংলাদেশ মেরিন ফিশারিজ একাডেমি ও বাংলাদেশ মেরিন একাডেমি থেকে স্নাতক সম্পন্নকারী হতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৪.৫০এবং স্নাতকে কমপক্ষে ৩.০০ অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।

৪। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখাঃ
ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখায় আবেদনের জন্য আবেদনকারীকে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নেভাল আর্কিটেকচার/মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ও বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয়ে স্নাতক বা স্নাতক (সম্মান) সম্পন্নকারী হতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৪.৫০ এবং স্নাতকে কমপক্ষে ৩.০০ অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে।

৫। শিক্ষা শাখা (আর্কিটেকচার) শিক্ষা শাখা (আর্কিটেকচার) শাখায় আবেদনের জন্য আবেদনকারীকে সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে পাঁচ বছর মেয়াদি স্নাতক বা স্নাতক (সম্মান) সম্পন্নকারী হতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৪.৫০এবং স্নাতকে কমপক্ষে ৩.০০ অথবা দ্বিতীয় শ্রেণি থাকতে হবে। তবে এ ক্ষেত্রে উচ্চশিক্ষা সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৬। শিক্ষা শাখা (মেডিকেল) শিক্ষা শাখা (মেডিকেল) শাখায় আবেদনের জন্য আবেদনকারীকে সরকার কর্তৃক স্বীকৃত যেকোনো মেডিকেল কলেজ থেকে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক হতে হবে। এ ক্ষেত্রে প্রার্থীকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৪.৫০ এবং ইন্টার্নশিপসহ এমবিবিএস উত্তীর্ণ হতে হবে।

বয়স: অনুর্ধ্ব ৩০ বছর।

শারীরিক যোগ্যতাঃ

আবেদনের জন্য পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চিও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি এবং ওজন উচ্চতা ও বয়স এর উপর নির্ভরশীল। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি এবং ওজন উচ্চতা ও বয়স এর উপর নির্ভরশীল। নির্বাচন-প্রক্রিয়া ও প্রশিক্ষণ

আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের মাধ্যমে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করে তাঁদের বুদ্ধিমত্তা এবং ইংরেজি দক্ষতা ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা নেওয়া হবে। সেখানে উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে পর্যায়ক্রমে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি) কর্তৃক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করা হবে।


আর্মি, নেভী, এয়ারফোর্স কমিশন্ড অফিসার হওয়া যদি তোমার সপ্ন হয়ে থাকে আমাদের কাছে সেটা হয়ে যায় দায়িত্ব । ১ যুগ ধরে সেই দায়িত্বটাই আমরা সফলতার সাথে পালন করে

আসছি। আমরাই হতে পারি তোমার Defence Officer হওয়ার
#BD_Navy_DEO_Batch Bangladesh Navy written exam



#Bangladesh navy direct entry deo batch viva written issb exam

#Navy DEO Batch written

#Navy officer written exam

#Navy officer written exam question Navy DEO Batch written exam syllabus

#navy officer cadet batch viva written issb

latest syllabus of navy written exam navy officer cadet batch previous written exam question

Комментарии

Информация по комментариям в разработке