বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী | Balaichad mukherjee | জীবনী | Bangla

Описание к видео বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী | Balaichad mukherjee | জীবনী | Bangla

জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক, নাট্যকার ও কবি বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায় বা বনফুল’কে বাংলা সাহিত্যে আধুনিক ছোটগল্পের অন্যতম স্রষ্টা হিসেবেও বলে থাকেন অনেক সাহিত্য সমালোচক। তিনি হাসির গল্পের পাশাপাশি লিখেছেন সিরিয়াস গল্পও। কিংবদন্তি এই সাহিত্য স্রষ্টা ‘বনফুল’ ছদ্মনামেই অধিক পরিচিত। বলাইচাঁদ মুখোপাধ্যায় ১৮৯৯ সালের ১৯ জুলাই জন্মগ্রহণ করেন। জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। উল্লেখ্য যে, ১৯৭৯ সালের ৯ ফেব্রুয়ারি কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। লেখক হিসেবে বনফুল হাজারেরও বেশি কবিতা, ৫৮৬টি ছোট গল্প, ৬০টি উপন্যাস, ৫টি নাটক, জীবনী ছাড়াও অসংখ্য প্রবন্ধ রচনা করেছেন। তার রচনা সমগ্র ২২ খণ্ডে প্রকাশিত। বনফুলের ব্যক্তিত্ব তাঁর সমগ্র সাহিত্যে যতটা উদ্ভাসিত, তাঁর লেখা ‘মর্জিমহল’ দিনলিপিতেও ততটাই বলে গবেষকগণ সংশয়হীনভাবে ঘোষণা করেছেনবলাইচাঁদ মুখোপাধ্যায়ের রচনায় আছে সুস্থ জীবনের আকাঙ্ক্ষা, মূল্যবোধের চেতনা, অন্ধ সংস্কারের বিরুদ্ধে ধিক্কার। তাঁর রচনারীতি সুমিত ও সংক্ষিপ্ত, তাঁর দৃষ্টি নির্মোহ ও নিরাসক্ত; জীবনের ক্ষুদ্র ও বৃহৎ, তুচ্ছ ও বিরাট সবকিছুর মধ্য থেকে শিল্পের উপাদান সংগ্রহের ক্ষমতা তাঁর রচনাকে দিয়েছে বৈচিত্র্য এবং গভীরতা। সাহিত্য-সাধনার স্বীকৃতিস্বরূপ বলাইচাঁদ মুখোপাধ্যায় লাভ করেন শরৎস্মৃতি পুরস্কার (১৯৫১), রবীন্দ্র পুরস্কার (১৯৬২), বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক (১৯৬৭)। যাদবপুর বিশ্ববিদ্যালয় তাঁকে ডিলিট উপাধি প্রদান করে ১৯৭৩ সালে; ভারত সরকারের কাছ থেকে তিনি পান পদ্মভূষণ উপাধি (১৯৭৫)
প্রায় আশি বছর বয়সে ১৯৭৯ সালের ৯ ফেব্রুয়ারি কলকাতায় বলাইচাঁদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। কিন্তু রচনাবলীর মধ্য দিয়ে তিনি আজো আমাদের মাঝে বেঁচে আছেন, থাকবেনও ততদিন, যতদিন বাংলা ভাষা ও সাহিত্য জীবিত থাকবে
#viralvideo
#biography
#bangla
#bengaliliterature
#banaful
#personality
#balaichadmukhopadhayay
#personality

Комментарии

Информация по комментариям в разработке