"দোয়ার ভান্ডার" "Doar Vandar" ইসলামিক চ্যানেলের আজকের আলোচনার বিষয় "কুরবানীর পশুটি কেমন হওয়া উচিত । Kurbanir poshu | কুরবানী সম্পর্কে হাদিস"
বিষয়টি আরো কিছু বিষয়ের সাথে সম্পৃক্ত সেগুলো - কুরবানীর পশুটি কেমন হওয়া উচিত, কুরবানীর পশু কেমন হতে হবে, কুরবানীর পশু, কুরবানীর পশু নির্বাচন, কুরবানীর পশুর হাট, kurbanir poshur haat, কুরবানীর গরু, কুরবানীর মাসায়েল, কুরবানী সম্পর্কে হাদিস,
কুরবানীর পশু জবেহ করার নিয়ম, kurbanir gorur haat ২০২১, কুরবানীর দুয়া, কুরবানী কার উপর ফরজ, কুরবানীর গোস্ত বন্টনের নিয়ম, কুবানি করার দোয়া, কুরবানী সম্পর্কে কুরআনের আয়াত |
কুরবানির পশু
এমন পশু দ্বারা কুরবানি দিতে হবে যা ইসলামি শরিয়ত নির্ধারণ করে দিয়েছে। সেগুলো হল- উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। এগুলোকে কুরআনের ভাষায় বলা হয় ‘বাহীমাতুল আনআম।’ হাদিসে এসেছে- ‘তোমরা অবশ্যই নির্দিষ্ট বয়সের পশু কুরবানি করবে। তবে তা তোমাদের জন্য দুষ্কর হলে ছয় মাসের মেষ-শাবক কুরবানি করতে পার।’
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ছাড়া অন্য কোনো জন্তু কুরবানি করেননি ও কুরবানি করতে বলেননি। তাই কুরবানি শুধু এগুলো দিয়েই করতে হবে।
ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি'র মতে, কুরবানির জন্য সর্বোত্তম জন্তু হল শিংওয়ালা সাদা-কালো দুম্বা। কারণ রাসলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ ধরনের দুম্বা কুরবানি করেছেন বলে বুখারি ও মুসলিমের বর্ণনায় এসেছে।
উট, গরু ও মহিষ সাত ভাগে কুরবানি দেয়া যায়। হাদিসে এসেছে- ‘আমরা হুদাইবিয়াতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে ছিলাম। তখন আমরা উট ও গরু দ্বারা সাত জনের পক্ষ থেকে কুরবানি দিয়েছি।’
গুণগত দিক থেকে উত্তম হল- কুরবানির পশু হৃষ্টপুষ্ট, অধিক গোশত সম্পন্ন, নিখুঁত, দেখতে সুন্দর হওয়া।
কুরবানির পশুর বয়স
কুরবানির পশু পরিপূর্ণ বয়সের হতে হবে। ইসলামি শরিয়তের দৃষ্টিতে কুরবানির পশুর বয়সের দিকটা খেয়াল রাখা জরুরি। আর তাহলো-
উট : পাঁচ বছরের হতে হবে।
গরু-মহিষ : দুই বছরের হতে হবে।
ছাগল-ভেড়া-দুম্বা : এক বছর বয়সের হতে হবে।
পশু দোষ-ত্রুটিমুক্ত হতে হবে
কুরবানির পশু যাবতীয় দোষ-ত্রুটিমুক্ত হতে হবে। হাদিসে এসেছে-
সাহাবি হজরত আল-বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মাঝে দাঁড়ালেন তারপর বললেন- চার ধরনের পশু, যা দিয়ে কুরবানি জায়েজ হবে না। অন্য বর্ণনায় বলা হয়েছে পরিপূর্ণ হবে না। (আর তাহলো)-
অন্ধ, যার অন্ধত্ব স্পষ্ট।
রোগাক্রান্ত, যার রোগ স্পষ্ট।
পঙ্গু, যার পঙ্গুত্ব স্পষ্ট এবং
আহত, যার কোনো অঙ্গ ভেঙ্গে গেছে। নাসাঈ'র বর্ণনা ‘আহত’ শব্দের স্থলে ‘পাগল’ উল্লেখ আছে।
facebook page: www.facebook.com/doarvandar/
Информация по комментариям в разработке