Compiron syrup uses | Iron deficiency treatment

Описание к видео Compiron syrup uses | Iron deficiency treatment

কমপিরন সিরাপটি বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটি 100 মিলি বোতলের সিরাপ। এছাড়াও 200 মিলি এর এবং 30 মিলি এর ড্রপ আকারে কম্পিরন ঔষধ টি পাওয়া যায়।

-----------------------------------------------------------------------------
আমাকে ফেসবুকে পেতে নক দিন
  / foysal.ahmmed.7  
------------------------------------------------------------------------------
আর প্রতি 1 চামচ কমপিরন সিরাপে রয়েছে আয়রন পলিমারেজ কমপ্লেক্স 200 মিলিগ্রাম। যা 50 মিলিগ্রাম এলেমেন্টাল আয়রন এর সমতুল্য। #Compiron

কমপিরন সিরাপ টিপলিস্যাকারাইড আয়রন কমপ্লেক্স যা একটি নতুন উৎকৃষ্ট মানের আয়রন ওষুধ এবং যা আয়রনের অভাব জনিত রক্তস্বল্পতা চিকিৎসায় ব্যবহার করা হয়।

কমপিরন আয়রন সিরাপ দিয়ে মূলত রক্তস্বল্পতার চিকিৎসা করা হয়ে থাকে। যেমন আয়রনের অভাব জনিত রক্তস্বল্পতায়,
ছোট বাচ্চাদের পুষ্টি জনিত রক্তস্বল্পতায় অথবা শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ জনিত #রক্তস্বল্পতায়, এই সিরাপটা একজন ডক্টর প্রেস্ক্রিপশন করে থাকেন।

এছাড়া গর্ভাবস্থার আগে অথবা গর্ভকালীন সময়ে অথবা গর্ভাবস্থার পরে একজন মায়ের শরীরে যে পরিমাণ রক্ত দরকার পড়ে তা এই #কমপিরন সিরাপটি চাহিদা পূরণ করে থাকে।
এছাড়া একজন দুগ্ধবতী মায়ের রক্তস্বল্পতার চিকিৎসায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কমপিরন সিরাপটি অত্যন্ত কার্যকর।

আবার যারা পুষ্টিকর খাবার খেতে পারে না, না খাবার কারণে পুষ্টিহীনতায় ভোগে, অথবা খাদ্যতালিকায় পরিমাপের চেয়ে আয়রন কম থাকলে তার দৈনিক ওই চাহিদা টুকু পূরণ করার জন্য কমপিরন সিরাপ টি খেতে পারেন।

Compiron syrup uses
compiron syrup er kaj
কমপিরন সিরাপ এর কাজ
কমপিরন সিরাপ কী কাজের
রক্ত বাড়ানোর ঔষধ
রক্ত বৃদ্ধির ঔষদের নাম
রক্তবৃদ্ধি কারক ঔষধ
Iron deficiency treatment
iron deficiency anemia
iron deficiency anemia treatment
রক্তসল্পতায় চিকিৎসা জনিত
রক্ত স্বল্পতা দূর করার ঔষধ
রক্তশূন্যতা দূর করার উপায়
রক্তশূন্যতা দূর করার ঘরোয়া উপায়
শিশুর এনিমিয়া

Комментарии

Информация по комментариям в разработке