কে এই বাবা জাহাঙ্গীর... Know about Baba Jahangir.

Описание к видео কে এই বাবা জাহাঙ্গীর... Know about Baba Jahangir.

পৃথিবীতে যে কয় জন মহান অলি
সুফিবাদ গবেষণায় এবং প্রচার প্রসার
এ অবদান রেখে চলেছেন তাদের মধ্যে
শাহ সুফি ডা, বাবা জাহাঙ্গির বা
ইমান আল সুরেশ্বরী (রহঃ) অন্যতম।
আগামী শত বছর এ এমন একজন
সুফি তথা আধ্যাত্মিক জগতের পথ
প্রদর্শক এর জন্ম হবে কিনা জানি না।
কারন তিনি তার গবেষণার ফল বিনা
মূল্যে নিঃস্বার্থে একমাত্র মানুষের
মুক্তির নিমিত্তে বিলিয়েছেন।যা অন্য
সুফিদের ক্ষেত্রে বিরল।
ঢাকা কেরানীগঞ্জ এবং এর পরে
চট্রগ্রাম এর সীতাকুণ্ডে বছর এর পর
বছর সাধনা করে গেছেন।সাধনা করতে
করতে বাবার দেহে রক্ত মাংস কিছুই
ছিল না ,ছিল বাকি শুধু দেহ খাঁচা।
সাধনায় সিদ্ধি পাওয়ার পর বাবা এই
কঠোর সাধনায় বিরতি দেন। তার পীর
শাহ সুফি জালাল নুরি ছিল বাবা জান
শরীফ শাহ সুরেশ্বরীর বংশধর। বাবা
শাহ সুফি আওলিয়া হযরত জালাল নুরির
প্রধান খলিফা ডাঃ বাবা জাহাঙ্গির।
বাবা শাহ সুফি জালাল নুরি ডাঃ বাবা
জাহাঙ্গির কে বিনয়ের সম্রাট বলে
ডাকতেন ।
এছাড়া তিনি চেরাগে জান শরীফ
উপাধি প্রাপ্ত হন।বাবা যেমন একজন
আধ্যাত্মিক জগতের সাধক তেমনি একজন
সম্মানিত চিকিৎসক।একজন শিক্ষিত
মানুষ হয়েও বাবা বেছে নিলেন
সুফিবাদকে নিজের জীবনের লক্ষ
হিসেবে। শুধু তাই নয় ধ্যান সাধনার
এতো সহজ নিয়ম দিয়ে রহস্যলোকের কিছু
দর্শন পাবার নিশ্চয়তা টা ডা, বাবা
জাহাঙ্গির ছাড়া আর কোন পীর মুর্শিদ
দেয় কিনা জানি না। সাহস করে তিনি
বলেছেন ধ্যান সাধনা করে কিছু না
পেলে আমাকে ফেলে অন্য গুরু ধরিও।
জীবন এ কি কখনও শুনেছেন জীবন ভর
বাবা বাবা ডাকবা অথচ কিছু পাবে না
তাহলে বাবা ডাকার সার্থককতা
কোথায়???। আমি শ্রদ্দেয় অহাবি,
সালাফি, জামাত শিবির, শিয়া, ভাই
দের বলছি আপনারা ডা, বাবা
জাহাঙ্গির এর এই চেলেঞ্জ গ্রহণ করে
দেখুন। এর পর কিছু না পেলে পীর
অলিদের বিরুধিতা করেন। পরীক্ষা না
করে অনুমান নিরভর বিরুধিতা করবেন
কেন? ডা, বাবা জাহাঙ্গির এর সাধনা
যে কোন পীর এর মুরিদ বা যে কোন
ধর্মের মানুষ করতে পারবে। ডা, বাবা
জাহাঙ্গির এর দরবার নতুন দের জন্য
একটু অন্য রকম লাগবে কারন এই দরবার
এর সব কিছু রহসসময়। ডা, বাবা
জাহাঙ্গির এর দরবার এ অনেক বড় রোগ
ও ভাল হায়েছে যা কিনা দেশ বিদেশ
থেকে চিকিৎসা করেও ভাল হয় নায়।
তার লিখা সুফিবাদ এর কিতাব গুলা এক
এক টা সম্পদ আমাদের জন্য।
ডা, বাবা জাহাঙ্গির বা ঈমান আল আল
সুরেশ্বরী লিখিত সুফিবাদ বিষয়ক
কিতাব গুলা হল
১.মারেফত এর গোপন কথা,
২. মারেফত এর বাণী
৩.সুফিবাদ আত্ম পরিচয় এর একমাত্র পথ
১,২,৩,৪ খণ্ড
৪.ইতিহাস নয় সুফিবাদের রহস্য
৫.চিহ্ন বে ছিত্তদাহঃ সুফিবাদ
সর্বজনীন
৬.কুরানুল মজিদ । হুবুহু শাব্দিক অনুবাদ
ও কিছু ব্যাখ্যা। বাংলায় রচিত এই
ধরনের নিরপক্ষ কুরআন এর তাফসীর
এইটাই প্রথম ।
ডা, বাবা জাহাঙ্গির একজন সর্বচ্ছ
দানবীর। উত্তরাধিকার সূত্রে পাওয়া
কোটি কোটি টাকা গরিব মানুষ কে
অকাতরে দান করেছেন। এমন কি নিজের
বাড়ি টা ও ভক্ত দের কে দান করে
গেছেন। এমন ত্যাগ এর আদর্শ পৃথিবীতে
বিরল !!!

বাবা জাহাঙ্গীর আল সুরেশ্বরীর
সুফিবাদের ওয়েবসাইট
www.babajahangir.com
কে এই বাবা জাহাঙ্গীর... Know about Baba Jahangir.

Комментарии

Информация по комментариям в разработке