লেখায় লাইন সোজা রাখা ও সুন্দর করার 100% কার্যকারী উপায়!

Описание к видео লেখায় লাইন সোজা রাখা ও সুন্দর করার 100% কার্যকারী উপায়!

সুপ্রিয় বন্ধুরা,
আপনি কি আপনার বাংলা,ইংরেজী,আরবী,ও হিন্দি হাতের লেখাকে সুন্দর ও আকর্ষনীয় করতে চান? তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। হাতের লেখা সুন্দর ও আকর্ষনীয় করার টিপস ও ট্রিকস সাথে প্রশিক্ষন সম্পূর্ণ ফ্রী! দয়াকরে চ্যানেলটি সাব্সক্রাইব করে পাশে থাকুন আর ধৈর্যের সাথে আপনার চেষ্টা চালিয়ে যান! ইনশাল্লাহ আপনি সফল হবেন।

যদি তোমরা পরীক্ষায় বেশী নম্বর পেতে চাও তাহলে এই ৫ টি কাজ কর!
১। ঘড়ির টাইম দেখে বাসায় দ্রুত লেখার অভ্যাস কর!
২। খাতায় সুন্দর করে প্রেজেন্ট করা (সাজানো গোছানো লেখা)
৩। লেখা যেমনই হোক, লাইন হতে হবে সোজা, কাটা-কাটি, ঘষা-ঘষি করা যাবে না।
৪। লাইন এবং শব্দের মাঝে খানিকটা ফাঁকা রাখতে হবে।
৫। দুটি উত্তরের মাঝে কমপক্ষে ৩/৪ লাইন লেখা যায়, এমন পরিমান জায়গা খালি রাখতে হবে!
এবং ( ১ নং, ২ নং,৩ নং) ইত্যাদি প্রশ্নের উত্তর কথাটি একটু বড় করে লেখ! আশা করা যায় ,
তোমাদের পরিক্ষার খাতা দেখতে সুন্দর লাগবে! এবং তোমরা বেশি নম্বর পাবে! ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবসক্রাইব কর! এবং ভিডিওতে একটা লাইক করে দাও!
"ধন্যবাদ সবাইকে"

Комментарии

Информация по комментариям в разработке