Ekta Chilo Sonar Konna | Subir Nandi | একটা ছিল সোনার কন্যা | সুবীর নন্দী | Music

Описание к видео Ekta Chilo Sonar Konna | Subir Nandi | একটা ছিল সোনার কন্যা | সুবীর নন্দী | Music

Ekta Chilo Sonar Konna | Subir Nandi | একটা ছিল সোনার কন্যা | সুবীর নন্দী | Music
Original Music:-   • Ekta Chilo Sonar Konna | Subir Nandi ...  

ekta chilo sonar konna,ekta chilo shonar konna,ekta chilo sonar konna cover,ekta chilo sonar konna karaoke,ekta chilo sonar konna megh boron kesh,ekta chilo sonar konna song,ekta chilo sonar konna lofi,ekta chilo sonar konna video,ekta chilo sonar konna nishi,ekta chilo sonar konna | srabon megher din | humayun ahmed,ekta chilo sonar kanna,ekta chilo sonar konnya,ek je chilo sonar konna,ekta chilo sobar konna,subir nandi ekta chilo sonar konna

Lyrics:-
একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহা রে কী মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি
কন্যার চিড়ল-বিরল চুল
তাহার কেশে জবা ফুল
কন্যার চিড়ল-বিরল চুল
তাহার কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করলো ভুল
কন্যা, ভুল করিস না
ও কন্যা, ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না
একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহা রে কী মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া
হাত খালি, গলা খালি
কন্যার নাকে নাকফুল
হাত খালি, গলা খালি
কন্যার নাকে নাকফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করলো ভুল
কন্যা, ভুল করিস না
ও কন্যা, ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না
একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহা রে কী মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া
কন্যা, ভুল করিস না
ও কন্যা, ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না
এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি
এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি
সবুজবরণ লাউ ডগায় দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি মন আনচান করে
সবুজবরণ লাউ ডগায় দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন-

Комментарии

Информация по комментариям в разработке