মডার্ন হারবাল হেলথ টিপস Modern Herbal Health Tips-40

Описание к видео মডার্ন হারবাল হেলথ টিপস Modern Herbal Health Tips-40

পোস্ট পাবলিশ মোঃ সোহাগ
সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে নিন।
প্রকৃতিই শক্তি প্রকৃতিই মুক্তি।
ডা.আলমগীর মতি চেয়ারম্যান মডার্ন হারবাল গ্রুপ।
মোবাইলঃ ০১৯১-১৩৮-৬৬১৭
বিনা ভিজিটে চিকিৎসা নিন।
ডা.মুকুল-০১৭১-২৫৬-১৬৭৯
GOOGLE+ https://plus.google.com/u/0/
FACEBOOK PAGE   / mxnmodernher.  .
INSTAGRAM   / mxnmodernhe.  .
TWITTER   / dralamgirmati  
PERSONAL WEB SIDE http://dralamgirmati.com/

মডার্ণ হারবাল শুধু একটি কোম্পানী নয়, নিশ্চিত আয়ের একটি উৎস যা মানুষের মাঝে তৈরী করে দায়িত্ববোধ, আন্তসংযোগ, শ্রদ্ধাবোধ এবং একে অন্যকে তাদের জীবনের লক্ষ্য এবং আকাঙ্খা বাস্তবায়েন সহায়তা করে ।
মডার্ণ হারবাল সেইসব মানুষদের নিয়ে কাজ করে যারা অপরকে সফলতার পথ দেখায়।
বাংলাদেশে সরাসরি পণ্য বিক্রয় পদ্ধতি অবলম্বন করে এমন প্রতিষ্ঠাসমূহের মধ্যে মডার্ণ হারবাল অন্যতম । ৬৪ টি জেলাসহ সারা বাংলাদেশে স্বউদ্যোগী স্বতন্ত্র ব্যবসায়ীদের মাধ্যমে দেশব্যাপী মডার্ণ হারবাল তাদের পণ্য বিপণন ও স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছে ।
আমাদের পণ্য এবং সেবাসমূহ মডার্ণ হারবালের রয়েছে ৩০০ টিরও বেশি নিউট্রিশন(পুষ্টি), মেডিসিন(ঔষধ), ওয়েট ম্যানেজমেন্ট(ওজন নিয়ন্ত্রণ), এনার্জি এবং ফিটনেস(শক্তি ও উদ্যম), পারসোনাল কেয়ার(ব্যাক্তিগত পরিচর্যা) প্রভৃতি ক্ষেত্রে অনন্য, উচ্চগুণগতমানসম্পন্ন পণ্য এবং অন্যান্য সেবাসমূহ ।
সামাজিক সেবাসমূহ মডার্ণ হারবালের কর্মকতা কর্মচারীগণ এবং স্বাধীন ব্যবসায়ীগণ সামাজিক এবং মানবসম্পদ উন্নয়নে নিজেদেরকে সর্বদাই নিয়োজিত রেখেছেন । প্রতিষ্ঠানটি বিভিন্ন এতিমখানা ও দাতব্য প্রতিষ্ঠানকে আর্থিকভাবে সহায়তা করে যাচ্ছে ।
আমাদের হাসপাতালসমূহ ২০০৪ সালে দেশে প্রথমবারের মত শরীয়তপুরে বিকল্প ঔষধ ব্যবস্থার হাসপাতাল 'মা জেনারেল হাসপাতাল’ প্রতিষ্ঠিত হয় । এর মাধমে প্রতিদিন হাজার হাজার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত হয়ে আসছে ।
প্রকৃতিই শক্তি, প্রকৃতিই মুক্তি- এই ব্রতীই আমাদের সাফল্যের পিছনে চালিকা শক্তি হিসেবে কাজ করছে । সর্বাধুনিক এবং সর্বোত্তম ধারণা ও জ্ঞানের দ্বারা আমরা আমাদের পণ্যের ধারাবাহিক উন্নতিতে বিশ্বাসী । মডার্ণ হারবাল গ্রুপ মানব উন্নয়নে বিভিন্ন বৈচিত্র্যের পণ্য বাজারজাত করেছে তন্মধ্যে হারবাল, ইউনানী, আর্য়ুবেদিক, হোমিও, টয়েলট্রিজ ও স্বাস্থ্য সচেতনমূলক খাদ্য, পথ্য ও ঔষধসমূহ অন্যতম ।
মডার্ণ হারবাল গ্রুপ এমন একজন ব্যক্তির হাত দিয়ে যাত্রা শুরু করেছিল যিনি একাধারে বিশিষ্ট হারবালিষ্ট, গবেষক, দেশপ্রেমিক তিনি হচ্ছেন-
ডাঃ আলমগীর মতি চেয়ারম্যান, মডার্ণ হারবাল গ্রুপ

Комментарии

Информация по комментариям в разработке