ধামাইল দিবস ২০২৫ ইং, ২৬ মে, উপলক্ষে বিশেষ গান
Joy Radhe l Kirtonia Dhamail জয় রাধে - কির্তনীয়া ধামাইল
Singer: Dithi Das দিতি দাস
Lyrics & Tune: Probash Kumar Das প্রবাস কুমার দাস, মৌরাপুর, শাল্লা, সুনামগঞ্জ।
Music Arrangement, Rythm & Mix Master: Advocate Mostaque Bahar এডভোকেট মোস্তাক বাহার
Music: Ashim Bhowmik অসীম ভৌমিক
DoP: Sayem Khan সায়েম খান & Juyel Islam জুয়েল ইসলাম
Edit & Color: Dithi Das
Dancers: Dipa, Priya, Dipti, Puja, Pinkhi, Choiti, Oishi & Hridoy দীপা, প্রিয়া, সনিয়া, দিপ্তি, চৈতি , ঐশী ও হৃদয় (Dhamai Chunarughat Dance Team ধামালি চুনারুঘাট নাচের দল
Level: MB Gallery এমবি গ্যালারি
Direction & Produce by : Advocate Mostaque Bahar এডভোকেট মোস্তাক বাহার
Production: MB Gallery Production l এমবি গ্যালারি প্রডাকশন
Any Query: Cell: 01767 661288 Email: [email protected]
#Dhamail #DithiDas #ধামাইল
লিরিক্স Lyrics :
জয় রাধে .. .. ..
এগো এমন করে বাঁশির সুরে ডাকে গো কানাই
আমি কেমন করে বলগো সখি মনটারে বুঝাই
ডাকে জলে আওগো রাই ডাকে জলে আওগো রাই
জয় রাধে .. .. ..
মন মানেনা প্রাণ স্ই মনের দুঃখ তরে কই
অভাগিনী মরি ছটফটাইয়া
যাইতে পারিনা গো জলে যায়না জল কলসির তলে
কলসির জল ফুরায়না গো সই
ভরা কলসির জল ঢালিয়া ক্যামনে বল যাই
ডাকে জলে আওগো রাই ডাকে জলে আওগো রাই
জয় রাধে .. .. ..
ভরা কলসির জল ঢালিয়া কতদিন দেখছিগো গিয়া
ভাবছি মনে যদি ধরা্ খাই
ননদী শাশুড়ি মিলে দিবেনা আমায় আর জলে
বন্দী কইরা রাখবো আমায় তাই
দীন প্রবাস বলে জ্বালায় আছি মনের দুঃখে গাই।
ডাকে জলে আওগো রাই ডাকে জলে আওগো রাই
জয় রাধে .. .. ..
জাতীয় ধামাইল দিবস
২০২৩ সালের ২৬ মে ধামাইল নৃত্যের প্রবর্তক রাধারমণ দত্ত পুরকায়স্থের জন্মদিবস উপলক্ষে দিনটিকে জাতীয় ধামাইল দিবস পালনের দাবী জানিয়ে সিলেটের হবিগঞ্জ জেলার সাংস্কৃতিক সংগঠন “ধামালি চুনারুঘাট” সংস্কৃতি মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়ে জাতীয় ধামাইল দিবস পালন করে। প্রতিবছরই সিলেটের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায় ”রাধারমন স্মরণ দিবস” ও “জাতীয় ধামাইল দিবস” পালন করে। এ উপলক্ষে সংগঠনটির সভাপতি, লোকসংস্কৃতি সংগ্রাহক এডভোকেট মোস্তাক আহাম্মদ বাহার নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি এডভোকেট মোস্তাক আহাম্মদ বাহার ভারতের আসামের শিলচরে “সম্মিলিত লোকমঞ্চ, শিলচর” আয়োজিত ‘ধামাইল উৎসব’এ যোগ দেন। বিশেষ অতিথির বক্তৃতায় “ধামালি চুনারুঘাট” পক্ষ থেকে তিনি উপস্থিত সকলকে ২৬ মে, আন্তর্জাতিক ধামাইল দিবস পালন করার আহবান জানান। সঙ্গে সঙ্গে “সম্মিলিত লোকমঞ্চ, শিলচর” এর সভাপতি সর্বসম্মতিক্রমে ২৬ মে, আন্তর্জাতিক ধামাইল দিবস পালন করার ঘোষণা দেন এবং ঐ বছরই ১ম বারের মতো আন্তর্জাতিক ধামাইল দিবস পালন করার গৌরব অর্জন করে “সম্মিলিত লোকমঞ্চ, শিলচর” এবং গৌরবের সাথে ঐ দিবসে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেন এডভোকেট মোস্তাক আহাম্মদ বাহার। এখানে উল্লেখ্য যে এডভোকেট মোস্তাক আহাম্মদ বাহার ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি তারিখে ধামাইল উৎসবে যোগ দিয়েছিলেন ‘বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ’ এর পক্ষ থেকে।
ধামালি চুনারুঘাট
"ধামালি চুনারুঘাট" একটি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নাম। এটা সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সংগঠন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা ও লালনের উদ্দেশ্যে ২০১৫ ইং সনের ১১ জানুয়ারি এটা প্রতিষ্ঠিত হয়। তবে দেশীয় সংস্কৃতির চর্চাও এখানে করা হয়, বিশেষ করে বাংলাদেশের সকল জাতীয় দিবস গুরুত্বের সাথে পালন করা হয়।
ধামাইল বা ধামালি
ধামাইল বা ধামালি গান ও নাচ সিলেট অঞ্চলে প্রচলিত একজাতীয় কাহিনী সম্বলিত নৃত্য যা এই অঞ্চলের লোকসাহিত্যের একটি অংশ। যে কোন মাঙ্গলিক অনুষ্ঠানেই এই গীত-নৃত্য পরিবেশনার প্রচলন দেখা যায়। রাধারমণ দত্ত কর্তৃক এই গান সর্বাধিক প্রচারিত ও প্রচলিত হওয়ায় তাঁকেই এর স্রষ্টা বলে গণ্য করা হয়। "ধামা" শব্দটি থেকে “ধামালি” বা "ধামাইল" শব্দটির উৎপত্তি; এর অর্থ আবেশ / ভাব। আবার, আঞ্চলিক / কথ্য হিসেবে এর অর্থ উঠোন। ধারনা করা হয়, রাধারমণ দত্ত ভাবুক প্রকৃতির হওয়ায় এই জাতীয় নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকের মতে, বাড়ীর উঠোনে এই গান - নাচের আয়োজন করা হয় বলে একে "ধামাইল গান / নাচ" বলে। এই গান / নাচ বাংলাদেশের বৃহত্তর সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা) অঞ্চলের লোকসংগীত বা লোকনৃত্য হিসেবেই পরিচিত। বৃহত্তর সিলেট ছাড়াও এর পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলার কিছু অংশে এবং ভারতের আসামের, করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি, শিলচর এবং ত্রিপুরার কিছু এলাকায় ধামাইল গানের প্রচলন রয়েছে।
এই গান / নাচের কিছু বিশেষত্ব রয়েছে; যেমন:
** এটি নৃত্য সম্বলিত গান; অর্থ্যাৎ, এতে গানের তালে তালে নাচও হয়।
** এটি কাহিনীমুলক পরিবেশনা; অর্থ্যাৎ, এতে এক একটি বিষয় / কাহিনী নিয়ে তার বিভিন্ন অংশ পর্যায়ক্রমে পরিবেশন করা হয়।
** মঙ্গলিক আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র শুভ কোনো কাজের পূর্বে পরিবেশন করা হয়।
** মূলতঃ পুরুষ বর্জিত আচার তাই এটি কেবলমাত্র স্ত্রী-সমাজেই সীমাবদ্ধ ছিল। কিন্তু বর্তমানে ধামাইলের জনপ্রিয়তায় পুরুষরাও বিয়ে বাড়িতে বা মঞ্চে দল বেঁধে ধামাইল দেয়।
Информация по комментариям в разработке