Debabrata Biswas in the 1970-s - LIVE RECORDING (Part 11)

Описание к видео Debabrata Biswas in the 1970-s - LIVE RECORDING (Part 11)

প্রকাশিত হল ‘৭০-এর দশকে জর্জদা’-র একাদশ পর্ব। এই পর্বে জর্জদার একান্ত প্রিয় শিষ্য, শ্রী শিবাজী পাল মহাশয়-কে জর্জদার করে দেওয়া আড়াই ঘণ্টা রেকর্ডিং-এর দ্বিতীয় অংশ আপলোড হল। শিবাজীদা-কে দেবব্রত বিশ্বাস পুত্রবৎ স্নেহ করতেন। শিবাজীদা-কে লেখা জর্জদার ৮০-৮৫টি চিঠি তার সাক্ষ বহন করে। সেই সব চিঠি, কিছু ছবি এবং জর্জদার করে দেওয়া রেকর্ডিং সম্প্রতি শিবাজীদা আমাকে কুরিয়ার করে পাঠিয়েছেন এবং একটি অনুমতি পত্র দিয়ে বলেছেন ওই রেকর্ডিং যেন আমি সোশ্যাল মিডিয়ায় সর্বজনসমক্ষে প্রকাশ করি। সেই আড়াই ঘণ্টার প্রথম ২৪ মিনিট আমি দশম পর্বে আপলোড করেছি। আজ প্রকাশিত হল পরবর্তী ২১ মিনিটের রেকর্ডিং। এ পর্বের মুখ্য আকর্ষণ জর্জদার গাওয়া বাংলা, ইংরাজি, ফরাসি ও রুশ ভাষায় গাওয়া রবীন্দ্রনাথের গান। রেকর্ডিং এর বাকি অংশ ক্রমশ প্রকাশ্য…

Комментарии

Информация по комментариям в разработке