ইটের খোয়ার মান যাচাই (Quality of Brick chips) I নির্মাণে আমি I A Shah Cement Initiative

Описание к видео ইটের খোয়ার মান যাচাই (Quality of Brick chips) I নির্মাণে আমি I A Shah Cement Initiative

আমাদের দেশে কংক্রিটের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান হল ব্রিক চিপ্স, যা খোয়া নামে পরিচিত। ঢালাইয়ের শক্তিমাত্রা অনুযায়ী খোয়া ব্যবহার করা হয়ে থাকে । এখন আমরা এই খোয়ার বিষয়ে আরও বিস্তারিত জেনে নেব।

পিকেড ইট থেকেই মুলত খোয়া তৈরি হয়, তবে লক্ষ্য রাখতে হবে ইট যেন অবশ্যই ভালো করে পোড়ানো হয়।
প্রথম শ্রেণীর ইট থেকেও খোয়া তৈরি করা যেতে পারে।

সময় বাঁচাতে হাতে ভাংগার পরিবর্তে এখন মেশিনে ভাংগা খোয়াই বহুল ব্যবহৃত হয়, তবে সঠিক মাপের জালি ব্যবহার করতে হবে যেন খোয়ার সাইজ ঠিক থাকে.

• যে কোন ঢালাই এর কাজে পৌনে এক ইঞ্চি সাইজের খোয়া ব্যবহার করতে হবে।
• সুরকির ক্ষেত্রে খোয়ার সাইজ হবে ১/৪ ইঞ্চি
• খোয়া ঢালাই কাজে ব্যবহারের ২৪ ঘন্টা পূর্বে পরিষ্কার পানিতে ধুয়ে ভালভাবে পরিষ্কার করে নিতে হবে।

খোয়া ব্যবহারে এই তিনটি বিষয় খেয়াল রাখতে হবে।
• খোয়ার সুরকি গুঁড়ো যেন ঢালাইয়ের সাথে না মিশে যায় সেজন্য ভালো করে চালনি দিয়ে চেলে নিতে হবে।
• কোনও ময়লা বা ঘাস লতাপাতা থাকা যাবে না
• পানিতে ধুয়ে ভলোভাবে পরিষ্কার করে নিতে হবে।

Комментарии

Информация по комментариям в разработке