ক্যাবরিও টপ; Cabrio Top: মেটিরাম-৫৫% & পাইরাক্লোস্ট্রোবিন -৫%।

Описание к видео ক্যাবরিও টপ; Cabrio Top: মেটিরাম-৫৫% & পাইরাক্লোস্ট্রোবিন -৫%।

ক্যাবরিও টপ: cabrio top


ক্যাবরিও টপে সক্রিয় উপাদান আছে: মেটিরাম-৫৫% এবং পাইরোক্লোস্ট্রোবিন-৫% ডাব্লিউজি ফর্মুলায়। মেটিরাম ও পাইরোক্লোস্ট্রোবিন হলো ডাইথায়োকার্বামেট ও স্টুবিলুরিন শ্রেণির মিশ্র ছত্রাকনাশক।

ক্যাবরিও টপ হলো অন্তাবাহী স্পর্শ জনিত বহুমুখী গুণসম্পন্ন ছত্রাকনাশক। রোগ প্রতিরোধ ও নিরাময়কারী হিসাবে কাজ করে। রোগ হতে দেয় না, এমনকি রোগ হলেও সেটা সারিয়ে তুলতে সহায়তা করে।


মিশ্র ছত্রাকনাশকটি অলটারনেরিয়া, ফাইটোফথোরা, সেপ্টোরিয়া, প্লাসমোফোবা, পেরোনোস্পোরা প্রভৃতি গত্রের ছত্রাক নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী। এই সকল ছত্রাকের সংক্রমণের ফল যেসমস্ত রোগ হয়। যেমন জলদি ধসা আর্লি ব্লাইট, নাভি ধসা বা লেট ব্লাইট, ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ , কালো পচন বা এনথ্রোকনোজ প্রভৃতি সংক্রমণে এই ছত্রাকনাশক কার্যকর।

এই ছত্রাকনাশকটি বিশেষ করে আলু, টমেটো, শষা, করলা, তরমুজ, বাঙ্গি, লাউ, কুমডা, মরিচ, পেঁয়াজ, পুঁইশাক, আপেল, আঙ্গুর, কলা, আম, ডালিম ও চিনাবাদাম সহ ইত্যাদি ফসলে ব্যবহার করলে সবচেয়ে ভাল কার্যকারিতা পাওয়া যায়।

প্রয়োগমাত্রা: প্রতি লিটার পানিতে ২.৫ থেকে ৩ গ্রাম পর্যন্ত।

যেকোনো প্রয়োজনে:
www.facebook.com/sumontec
[email protected]


#cabrio_top
#ক্যাবরিও_টপ
#basf
‪@BASF_Agro‬

‪@sumontec‬

Комментарии

Информация по комментариям в разработке