মুন্সিগঞ্জ ভাগ্যকুল ১০০ বছরের প্রাচীন জমিদার বাড়ি |Vaggokul Jamidar Place | heritage history nature

Описание к видео মুন্সিগঞ্জ ভাগ্যকুল ১০০ বছরের প্রাচীন জমিদার বাড়ি |Vaggokul Jamidar Place | heritage history nature

জমিদার যদুনাথ সাহা আনুমানিক ১৯০০ শতকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল গ্রামে ভাগ্যকুল জমিদার বাড়ি নির্মাণ করেন। যদুনাথ সাহা মূলত একজন বড় মাপের ব্যবসাহী ছিলেন। তিনি বরিশাল থেকে লবণ, সুপারি, শাড়ি ইত্যাদি পণ্য ক্রয় করে মুর্শিদাবাদে রপ্তানি করতেন। তিনি প্রথমে একটি বাড়ি নির্মাণ করেন এবং পরে আরো চারটি বাড়ি নির্মাণ করা হয়। ভবনের সামনে রয়েছে ৮ টি থাম। যা কিনা গ্রীক স্থাপত্যের আদলে তৈরি করা হয়। এছাড়াও এখানে কয়েকটি মন্দির ও বাড়ির সৌন্দর্যের জন্য পুকুরসহ অনেক কিছু নির্মাণ করা হয়। ভাগ্যকুল জমিদার বাড়ির দরজা ও জানালাগুলো একই আকারের ফলে বদ্ধ অবস্থায় দরজা-জানালার অনুমান করা বেশ কঠিন। বাড়ীর সমস্ত জায়গা জুড়ে নির্মাণ করা হয়েছে মূল ভবন, আর তার মাঝখানে উঠান। বাড়ির একতলা থেকে দোতলায় চলাচলের জন্য আছে একটি কাঠের সিঁড়ি। এক বাড়ি হতে আরেক বাড়ির দূরত্ব ৪০ থেকে ৫০ গজ।

জমিদার যদুনাথ সাহা ছিলেন পাঁচ সন্তানের জনক। তাই তাদের জন্য আলাদা আলাদাভাবে আরো চারটি বাড়ি তৈরি করেন। যেগুলো বর্তমানে কোকিলপেয়ারি জমিদার বাড়ি, জজ বাড়ি ও উকিল বাড়ি নামে পরিচিত। আর মূল বাড়িটি ছোট ছেলে নবকুমারকে দিয়ে দেন। এই জমিদার বংশধররা ব্রিটিশ আমলে কয়েকজন বাঙালী ধনীদের মধ্যে একটি ধনী পরিবার ছিল। জমিদারদের মধ্যে হরলাল রায়, রাজা শ্রীনাথ রায় ও প্রিয়নাথ রায়ের নাম উল্লেখযোগ্য। তারা তাদের কর্মযজ্ঞের ফলে ব্রিটিশদের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন। তখনকার সময় এই জমিদার বংশধররা সকলেই ছিলেন উচ্চ শিক্ষিত। জমিদার বংশধরদের অধিকাংশ এখন ভারতের মুর্শিদাবাদে বসবাস করতেছেন।

পদ্মা নদীর ভাঙ্গনে এবং অযত্ন ও অবহেলার কারণে বর্তমানে এই জমিদার বাড়ির অনেক কিছু এখন প্রায় ধ্বংস হয়ে গেছে। শুধু প্রধান বাড়িটি এখনো মোটামুটি ভালো অবস্থায় আছে।

_____________________________________________________

Zamindar Jadunath Saha built the Bhagyakul zamindar house at Bhagyakul village in Srinagar upazila of Munshiganj in the 1900s. Jadunath Saha was originally a large-scale businessman. He used to buy salt, betel nut, sari etc. from Barisal and export them to Murshidabad. He first built a house and later four more houses were built. There are 6 pillars in front of the building. Which is modeled after Greek architecture. There are also a few temples and many things built here, including ponds for the beauty of the house. As the doors and windows of Bhagyakul zamindar's house are of the same size, it is very difficult to guess the doors and windows are closed. The main building is built all over the house, and the courtyard in the middle. There is a wooden staircase from the first floor to the second floor. The distance from one house to another is 40 to 50 yards.

Zamindar Jadunath Saha was the father of five children. So he built four more houses for them separately. These are now known as Kokilpeyari Zamindar Bari, Judge Bari and Ukil Bari. And he gave the main house to his younger son Nabakumar. The descendants of these zamindars were one of the few wealthy Bengali families in the British period. Among the zamindars, Harlal Roy, Raja Srinath Roy and Priyanath Roy are notable. As a result of their hard work, they got the title of king from the British. At that time all the descendants of this zamindar were highly educated. Most of the descendants of zamindars now live in Murshidabad, India.

______________________________________________

Bsckground Music : https://www.epidemicsound.com/track/4...
httpswww.epidemicsound.comtrackeOpRuSGR8b

Комментарии

Информация по комментариям в разработке