2025 দুর্গা পুজোর অনুষ্ঠান উপস্থাপনা ও শারদীয়ার শুভেচ্ছা Male Female Audio recording Voice
দুর্গাপূজা উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে মহিলা কন্ঠে মাইক প্রচার রেকর্ডিং | Durga Puja Pandal Announcement in Bengali | Durga Pujo prachar |Durga Puja Pandal Audio voice for Club Promotion in Bengali
Order Bengali Audio VOICE recording for Festival
9073277896 | 9987476656
🌼 পুজোর আগে নতুন দোকানের উদ্বোধন প্রচার Announcement এর জন্য
মিষ্টির দোকানের প্রচারের অডিও Announcement 🎤
🔥 দূর্গা পুজো উপলক্ষে বিশেষ ছাড় থাকছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের অডিও প্রচার Recording-এ এবং পূজোয় ক্লাব Announcement, সচেতনতামূলক Announcement এবং Sponsorship Announcement- এর ক্ষেত্রে।
🤝 সকলের সুবিধার্থে অত্যন্ত স্বল্প মূল্যে High Quality Audio Announcement আমরা provide করে থাকি।
মাইক প্রচার রেকর্ডিং 🔊 Pujo Special Announcement Recording 🎙️
💥 Pujo Special Offer 💥
পূজো অফার 🎉 নিজের ব্যবসাকে বাড়ান , প্রচারের মাধ্যমে মাইকিং সমস্ত 🔊 ভয়েস ওভার 🎥 ভিডিও বিজ্ঞাপন সাউন্ড রেকর্ডিং
অনুষ্ঠান উপস্থাপনায় অতিথিদের নাম পদমর্যাদা অনুযায়ী কিভাবে ঘোষণা করবেন | অনুষ্ঠান উপস্থাপনা · দুর্গা পুজোর মঞ্চ সঞ্চালনার কৌশল || আগমনী উৎসব ||
Durga puja pandal announcement পূজার প্রচার মাইকিং ...
durga puja anchoring script in bengali
durga puja position audio recording
script :
শক্তির আদিশক্তি, করুণার আধার—
মা দুর্গা।
তিনি যেমন মহিষাসুরমর্দিনী,
অসুর দমনকারিণী,
তেমনি আবার তিনি স্নেহময়ী মা—
যিনি সন্তানের অশ্রু মুছে দেন,
ক্ষুধার্তকে আহার দেন,
ভ্রষ্ট হলে শাসন করেন।
দেবী দুর্গা কেবল শাস্ত্রের পাতায় নন,
তিনি আমাদের জীবনের প্রতিদিনে বিরাজমান।
যখন কোনও অমানবিকতা,
কোনও দুষ্কৃতী,
নারীর মর্যাদাকে আঘাত করে,
তখনই জেগে ওঠেন তিনি—
মাতৃশক্তি রূপে,
অপরাজেয় সাহসে।
আজও আমরা দেখি—
অসংখ্য মা-বোন সংসারের ভার কাঁধে তুলে
দুঃখ-শ্রম-সংগ্রামের মধ্যেও
অটল দাঁড়িয়ে আছেন।
তাঁদের হাসির আড়ালে লুকিয়ে আছে ত্যাগ,
তাঁদের নীরবতার ভেতরে লুকিয়ে আছে শক্তি।
সেই শক্তিই হল মা দুর্গা—
যিনি আছেন আমাদের ঘরে,
আমাদের উঠোনে,
আমাদের অন্তরের গভীরে।
এই মাতৃশক্তির আবাহনেই
সেবক সংঘ প্রতিবছরের মতো
এবারও আয়োজন করেছে
৬২তম সার্বজনীন শারদীয়া দুর্গোৎসব।
এ বছরের থিম— ‘গ্রামীণ আঙ্গিনায় মাতৃ আরাধনা’।
মণ্ডপে প্রবেশ করলে আপনাদের স্বাগত জানাবে
গ্রামবাংলার এক সরল, অথচ গভীর পরিবেশ—
বাঁশের কাঠামো, কাপড়ের ছাউনি, মাটির ঘ্রাণে ভরপুর উঠোন।
যেখানে প্রতিটি মানুষ খুঁজে পাবেন আপন আপন স্মৃতি,
শৈশবের আঁকড়ে ধরা গন্ধ,
এবং চিরচেনা গ্রামীণ সহজতার ছাপ।
কিন্তু, এ শুধু গ্রামের ছবি নয়—
এখানে দেবী দুর্গা আবির্ভূতা হয়েছেন
একজন সাধারণ গ্রামের মা-এর রূপে।
তাঁর শরীরে সরাধনের সাদা,
তাঁর হাতে নেই অস্ত্রশস্ত্র,
বরং আছে সংসারের প্রাত্যহিকতার প্রতীক—
একটি হাতাখুঁটি।
আর মায়ের মুখ—
সেখানে রঙের আভা নেই, নেই মাটির গড়নও।
বন্ধুগণ, এই অভিজ্ঞতা
শব্দে বলা যায় না, ছবিতে ধরা যায় না।
একে অনুভব করতে হলে
আপনাকে মণ্ডপে প্রবেশ করতে হবে,
আপনার নিজের চোখে দেখতে হবে,
আপনার নিজের অন্তরে উপলব্ধি করতে হবে।
এখানে প্রত্যেক দর্শকই অনুভব করবেন
একান্ত ব্যক্তিগত এক অভিজ্ঞতা।
কেউ খুঁজে পাবেন মমতা,
কেউ অনুভব করবেন করুণা,
আবার কেউ হয়তো চিনে নেবেন নিজের ভেতরের সাহসকে।
মা দুর্গা তাই প্রত্যেকের কাছে ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হবেন।
শারদীয়ার এই পুণ্যসময়ে আমরা সবাইকে অনুরোধ করছি—
সারিবদ্ধ ও সুশৃংখলভাবে মন্ডপে প্রবেশ করুন । নিজে দেখুন এবং অন্যদেরও দেখার ও আনন্দ করার সুযোগ করে দিন। পূজা মণ্ডপের ভিতরে বা বাইরে কোনোরূপ অবাঞ্ছিত আচরণ করবেন না যা অন্যদের নিরানন্দের বা বিরক্তির কারণ হয়। মনে রাখবেন আপনার ব্যবহারই আপনার পরিচয়।
ডেঙ্গু মশা ও মশা বাহিত রোগ থেকে সুরক্ষিত থাকুন। জল জমতে দেবেন না। নিজের বাড়ি এবং আশেপাশের স্থান পরিচ্ছন্ন রাখুন।
ট্রাফিক নিয়ম মেনে চলুন। যেখানে সেখানে গাড়ি, বাইক রেখে রাস্তায় যান চলাচলে বাধার সৃষ্টি করবেন না। গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত স্থান ব্যবহার করুন।
শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের প্যান্ডেলের ভিড়ে সাবধানে নিয়ে চলুন। মন্ডপের গায়ে বা কোন শিল্পকর্মে দয়া করে হাত দেবেন না । নির্দিষ্ট দূরত্ব থেকে দেখুন এবং উপভোগ করুন।
মণ্ডপ আমাদের সবার — দয়া করে পূজা মন্ডপ এবং তার চতুর্দিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ময়লা-আবর্জনা নির্ধারিত স্থানে ফেলুন। পরিচ্ছন্নতা শুধু দায়িত্ব নয় — এ আমাদের সংস্কৃতির অঙ্গ।
দয়া করে পূজা মণ্ডপ এবং তার আশে-পাশে আতশবাজি পোড়াবেন না। সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন।
একটু সচেতনতা, অনেক বড় পার্থক্য গড়ে দেয় — পরিচ্ছন্ন বেগোরখাল, আমাদের গর্ব।
অসচেতনতা নয়, সচেতনতার উৎসব হোক দুর্গোৎসব।
🎊 আপনাদের এবং আপনাদের পরিবারকে আমরা সাদর আমন্ত্রণ জানাই আমাদের সেবক সংঘ দুর্গোৎসব প্রাঙ্গনে
এসো, এই পূজো হোক
শুধু উৎসব নয়, আত্মশক্তি আবিষ্কারের এক যাত্রা।
কারণ মা দুর্গা আমাদের ভেতরেই বিরাজ করেন—
আমাদের হৃদয়ে, আমাদের শক্তিতে।
সেবক সংঘের পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয়া শুভেচ্ছা।
জয় মা দুর্গা!
আমাদের এই মাতৃ বন্দনাকে পরিপূর্ণ ভাবে সাফল্যমন্ডিত করে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন-
SUPERSOL RENEWABLES PRIVATE LIMITED (“সূর্যের শক্তিতে বিশ্বাস, আমাদের পরিষেবায় নিশ্চয়তা")
SUPERSOL এর সাথে “সূর্যের আলোয় বদলে দিন জীবন, বাড়ান শক্তির সঞ্চয়।”
আমাদের ঠিকানা - সেবক সংঘ, এ.ডি.নগর রোড নং -১ , আগরতলা, ত্রিপুরা
পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন-
"JOUGURU TOURS AND TRAVELS AGENCY "
Информация по комментариям в разработке