রিটার্ন টিকেট হাতে লইয়া আইছি দুনিয়ায় টাইম হলে যেতে হবে যাওয়া ছাড়া নাই উপায়lll💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌
md mamun hasan music video
মিস করলে যদি তোমার কাছে
নোটিফেকশন যেত
তাহলে তুমি একদিনও ঘুমাতে
পারতে না !মুক্তি চাইলৈ মুক্তি দেবো
রাখবোনা কোনো পিছুটান !
কখনও যদি তাকাও ফিরে
বুঝে নিও..
এটাই ভালোবাসার টান!!নিজেকে খুঁজে ফিরি ।
কি ছিলাম, কি হলাম ,
কেন হলাম,
কিসের আশায় বা হলাম ।জীবনে শুধু প্রেম নয়,
বন্ধুত্ব টাও সমান দামী .চলো ভেঙে দিই
সব আড়ি,
আজ আছি কাল তো
নাও থাকতে পারি ।সম্পর্ক মানে ঝগড়া হবে রাগ হবে ,
কিন্তু কেউ কাউকে
ছেড়ে যাওয়ার কথা
হবে না ।আমি যেন বলি আর তুমি যেন শোন,
জীবন জীবনে তার শেষ নেই কোন।
দিনের আলো, আর কত রাত চন্দ্রাবতি
আলো হয়, মেঘ হয় কথা যাই বলি।তুমি দূরত্ব
আর,
আমি দূর থেকে তোমকে চাই !তোর জন্য আনতে পারি আকাশ থেকে তারা,
তুই বললে বাচতে পারি অক্সিজেন ছাড়া।
পৃথিবী থেকে লুটাতে পারি বন্ধু তোরি পায়,
এবার তুই বল, এভাবে আর
কত মিথ্যা বলা যায়!!!আমি যেন বলি আর তুমি যেন শোন,
জীবন জীবনে তার শেষ নেই কোন।
দিনের আলো, আর কত রাত চন্দ্রাবতি
আলো হয়, মেঘ হয় কথা যাই বলি।SMS করলাম সেন্ড প্রিয়ার নাম্বারটাতে,
SMS পড়ল গিয়ে প্রিয়ার বাবার হাতে।
কপাল খারাপ হলে বুঝি কত কিছুই যে হয়,
প্রিয়ার বাবা মোবাইলে দেখায় শুধু ভয়।
এক SMS এ লেগে গেল জিলাপির প্যাচ,
তাইতো এখন করি না মোবাইল SMS।তোর ইচ্ছাগুলো উড়ে
বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।কি দিন আইছে রে, বাতাস বইতেছে,
পাখি গান গাইতেছে,গরু ঘাস খাইতেছে,
জিনিয়াসরা এস.এম.এস করতাছে,
আর বলদেরা এস.এম.এস পড়তাছে।SMS করলাম সেন্ড প্রিয়ার নাম্বারটাতে,
SMS পড়ল গিয়ে প্রিয়ার বাবার হাতে।
কপাল খারাপ হলে বুঝি কত কিছুই যে হয়,
প্রিয়ার বাবা মোবাইলে দেখায় শুধু ভয়।
এক SMS এ লেগে গেল জিলাপির প্যাচ,
তাইতো এখন করি না মোবাইল SMS।মনে আছে সেই দিনের কথা, ঝিরি,
ঝিরি হাওয়া বইছিলো, ট্রেন প্লাটফর্মে দাড়াল,
তুমি আমায় দেখলে, আমি একটা
ক্লোজ আপ মার্কা হাসি দিলাম,
তুমি গুটি পায়ে কাছে এলে আর বললে
আল্লাহর ওয়াস্তে কিছু দেনগো মা!!!মনে না ভরে, চোখ না জুড়ায় তোমার নয়ন দেখে,
যখন, তখন বসে পড়ি চোখ বন্ধ করে;
শুধু তোমায় দেখব বলে।
মনের ভিতর আকছি আমি তোমার দেখা ছবি,
তাই তো আমি সুযোগ পেলে কলম নিয়ে বসি।
লিখছি আমি তোমার কথা সারা ডায়েরী ভরে,
ইচ্ছা হলে দিও দেখা এই জনম এর নীড়ে;
মনে না ভরে, চোখ না
জুড়ায় তোমার নয়ন দেখে।তোর ইচ্ছাগুলো উড়ে
বেড়াক পাখনা দুটি মেলে,
দিনগুলি তোর যাকনা কেটে এমনি হেসে খেলে।
অপূর্ণ না থাকে যেন তোর কোন সুখ,
এই কামনায় ঈদ মোবারক।মিস কল দিয়ো না, দিও তুমি কল
লাইন কেটে দিয়া করবো আমিই কল;
যদি থাকে হাতে সময় বলো রাতে কথা,
কেচ্ছায়,কেচ্ছায় ভুলিয়ে দেব তোমার সকল ব্যাথা।এখনো তোমাকে ভাবলে আমার বুকের
মাঝখানে কালবৈশাখীর ঝড় উঠে।
এখনো সুনামি আমার পুথিবীর
ধ্বঙসের তান্ডব নিত্য চলে।
এখনো সিডর মৃতু খেলায় মেতে উঠে।কষ্ট হলে গভীর রাতে
মাথা রেখো চাঁদের কোলে।
বেশি কষ্ট হলে চোখ রেখো তারার চোখে।
কষ্ট রেখো না বুকের মাঝে,
পাঠিয়ে দিও আমার কাছে।পা রেখেছ কার ঘরে, মন রেখেছ কই?
ভালবাসার সাথে যাবে কোথায় পাবে মই?
হাত রেখেছ কলিং বেলে,
বেল টিপছ কার?
খুজছ যাকে মনে মনে
নাম জান কি তার?তুমি আমার আধার দিয়ে
নিজেকে আলোকিত করেছ।
কিন্তু জেনে রেখো আলোতেই
আধারের ছায়া পড়ে।রাত হলে, রাত গভীর হলে
তোমায় মনে পড়ে,
ভীষন মনে পড়ে।
শব্দের পাখিরা ঘুমিয়ে গেলে
চারপাশে কেবল শূন্যতা।
নক্ষত্ররাও ঘুমিয়ে গেল,
নিশ্চিত নিরবতায়,
তোমায় মনে পড়ে, ভীষন মনে পড়ে।বাতিটা নিভিয়ে দিয়ে একা আমি আছি শুয়ে।
পৃথিবী ঘুমায়, মানুষেরও ঘুম পায়।
আমার কেন ঘুম পায় না?মনের মায়া এত মায়া
কোথা থেকে আসে।
কোন আশাতে জীবনের নাও
মাঝ নদীতে ভাসে?
বাহিব কি করে।তোমার মুখের হাসি টুকু-
লাগে আমার ভালো,
তুমি আমার ভালবাসা
বেঁচে থাকার আলো!
রাজার যেমন রাজ্য
আছে আমার আছ তুমি,
তুমি ছাড়া আমার জীবন -
শূধু মরুভুমি!Join with me be a star to earn money easily with simple step! Find thousands of great deals here! https://m.perfee.com/goodsDetail/8001... দরবারে আমি মুসাফির মাস্তানা ভুলনা ভুলনা আমায় ভুলনা ও খাজাlllতোমার মুখের হাসি টুকু-
লাগে আমার ভালো,
তুমি আমার ভালবাসা
বেঁচে থাকার আলো!
রাজার যেমন রাজ্য
আছে আমার আছ তুমি,
তুমি ছাড়া আমার জীবন -
শূধু মরুভুমি!4889DEX-BDN-0019260226৳ 170 -71% | পুরুষদের জন্য কম দামে পুরুষদের জন্য 2021 জিন্স প্যান্ট | https://www.daraz.com.bd/products/202... coins326096747 • buk Chin Chin korche Hai Mon Tomay Kache c... *Tap to view👇👇*
https://l.likee.video/v/ZXcseC৳ 85 -3% | Muscan Fresh Flour-2 Kg All Purpose | https://www.daraz.com.bd/products/mus... "y0ur.kuade=976421Downloadরিটার্ন টিকেট হাতে লইয়া আইছি দুনিয়ায় টাইম হলে যেতে হবে যাওয়া ছাড়া নাই উপায়lll💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌💌
Информация по комментариям в разработке