কুলটিতে শ্যুট আউট: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্যবসায়ী| SHOOT OUT AT KULTI: BUSINESSMAN UNHURT

Описание к видео কুলটিতে শ্যুট আউট: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্যবসায়ী| SHOOT OUT AT KULTI: BUSINESSMAN UNHURT

রাহুল পাসোয়ান, আসানসোল: কুলটি থানা এলাকার বাবুপাড়ায় ব্যবসায়িক শত্রূতার জেরে গুলি চলার ঘটনাতে চাঞ্চল্য। শনিবার রাতে পরিবহন ব্যাবসায়ী মমতাজ খানকে লক্ষ্য করে গুলি চালায় দুস্কৃতীরা। তার গাড়িতে গুলি লাগায় তিনি অল্পের জন্য প্রাণে বাঁচেন।
শনিবার মধ্যরাতে কুলটি থানার পুলিশ ৩ অভিযুক্ত রাজু খান, মহম্মদ সিকান্দার ও মহম্মদ সাজ্জাদকে গ্রেফতার করে। মমতাজ জানিয়েছেন, দশ দিন আগে মহম্মদ সাজ্জাদের সঙ্গে ঝামেলা হয় এবং সে দেখে নেওয়ার হুমকি দেয়। অন্যদিকে অভিযুক্তদের পরিবারের দাবি, আগে ব্যবসায়িক পার্টনার ছিল, কিন্তু এখন সরে যাওয়াও চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে।

Комментарии

Информация по комментариям в разработке