Tanmoy Bhattacharya & CPIM West Bengal : ফের সাসপেন্ড তন্ময়! নেপথ্যে রহস্য!?

Описание к видео Tanmoy Bhattacharya & CPIM West Bengal : ফের সাসপেন্ড তন্ময়! নেপথ্যে রহস্য!?

Tanmoy Bhattacharya & CPIM West Bengal : ফের সাসপেন্ড তন্ময়! নেপথ্যে রহস্য!?‎@BanglarJanarob 
ফের সাসপেন্ড হলেন তন্ময় ভট্টাচার্য সিপিআইএম নেতা। সিপিএম দলের প্রাক্তন এই বিধায়ক এক মহিলা সাংবাদিক কে হেনস্তার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। যদিও তিনি প্রথম থেকে বলে আসছিলেন কোন হেনস্থা তিনি করেননি। তবুও সিপিএম দল গত ২৭ শে অক্টোবর অভিযোগ আসার পরই তন্ময়কে সাসপেন্ড করে। গত ১৪ ই ডিসেম্বর সেই সাসপেনশন তুলে নেয়া হয়েছে বলে জানানো হয় এরপর আবার আজ শুক্রবার গণশক্তি অনলাইনের খবর অনুসারে, যে তন্ময় ভট্টাচার্যকে ফের ছয় মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। কারণ সিপিএম দলের internal complain কমিটি এ বিষয়ে নাকি সুপারিশ করেছে। আইসিসি বলেছে তন্ময় ভট্টাচার্যের মধ্যে এই ধরনের প্রবণতা রয়েছে সেজন্য তাকে আরও ছ মাস সাসপেন্ড করা উচিত আইসিসির এই রিপোর্ট পাওয়ার পরই আগামী ৩০ ও ৩১শে ডিসেম্বর অনুষ্ঠিত রাজ্য কমিটির বৈঠকে কমিটির রিপোর্ট পেশ করে তা অনুমোদন করা হবে। রাজ্য কমিটি অনুমোদন দিলে তন্ময় ভট্টাচার্য ৬ মাসের জন্য সাসপেন্ড হবেন।
সাসপেনশন তুলে নেয়ার পর এক সপ্তাহের মধ্যে পুনরায় সাসপেন্ড করাই সিপিএম দলের সিদ্ধান্তহীনতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ওয়াকিবহাল মহল বলছে সিপিএম দল সিদ্ধান্ত হীনতাই ভুগছে এই কারণেই তন্ময় ভট্টাচার্যের ইস্যুতে তারা কোনো বিশেষ সিদ্ধান্ত নিতে পারছে না। অন্যদিকে সিপিএম দলের আশঙ্কা যেহেতু তন্ময় ভট্টাচার্য হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন তাহলে তিনি গ্রেফতারের ভয় পাচ্ছেন। এই আগাম জামিন দেয়া থেকেই প্রমাণ হচ্ছে তিনি কোথাও নিজেকে সেফ মনে করছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে দল আরো বেশি শৃঙ্খলা পরায়ণ হয়ে সাসপেনশন আরো ৬ মাস বাড়িয়ে দিল বলে মনে করা হচ্ছে।
#banglarjanarob #tanmoybhattacharya #cpimwestbengal #mdsalim #mdselim #srijanbhattacharya #mamatabanerjee #banglanews #westbengal #westbengalnews #minakhhimukherjee #minakshi mukharjee #dipsitadhar #sujanchakraborty
তন্ময় ভট্টাচার্য
সিপিআইএম
সিপিআইএম পশ্চিমবঙ্গ শাখা
মোহাম্মদ সেলিম, সৃজন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, মীনাক্ষী মুখার্জী, দিপ্সিতা ধর।

Комментарии

Информация по комментариям в разработке