বাংলাদেশের একমাত্র হাজারদুয়ারি জমিদার বাড়ি |Visit & History | Hazarduari বীরকুৎসা জমিদার বাড়ি।
হাজারদুয়ারী.........
ভারতের মুর্শিদাবাদে হাজারদুয়ারি প্রাসাদ যেমন আছে ঠিক তেমন ই রয়েছে বাংলাদেশের হাজারদুয়ারী জমিদার বাড়ি।
শুনতে অবাক হলেও এটাই সত্যি! বাংলাদেশের রাজশাহী জেলার বাঘমারা উপজেলাতে অবস্থিত এই জমিদার বাড়ি।
আজ আপনাদের কে বাংলাদেশের হাজারদুয়ারী জমিদার বাড়ির ইতিহাস এবং জমিদার বাড়ির সবকিছু দেখানোর চেষ্টা করবো এই ভিডিও তে।
নাটোর রেলওয়ে স্টেশন থেকে সান্তাহার জংশন যাওয়ার সময় ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত এই হাজার দুয়ারি জমিদার বাড়ি। বাঘমারা উপজেলার বিরকুটশা গ্রামে গেলেই দেখা মিলবে এই জমিদার বাড়ির।
উপজেলা সদর ভবানীগঞ্জ থেকে ১৮ কিঃ দুরত্বে বাগমারা সীমানার শেষ প্রান্তে যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা গ্রাম অবস্থিত
নওগাঁ জেলার আমরুল ডিহির রাজা গোপাল ধাম তার মেয়ে প্রভাতী বালাকে ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সাথে বিয়ে দেন এবং তার অধীনস্থ এই বীরকুৎসা পরগণাটি মেয়ে প্রভাতী বালা ও জামাই বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দেন। আর এই থেকেই এই জমিদার বাড়িটির জমিদারীর সূচনা হয়
প্রায় দেড়শো বছর আগের এতো সুন্দর জমিদার বাড়ি আজকে ধ্বংস প্রায়।
যারা আশেপাশের এলাকায় মানুষ তারা যদি কখনো কোনদিন এই ভিডিও দেখে থাকেন আপনাদেরকে অনুরোধ করবো যতটা পারেন এটি সংস্কার না করতে পারলেও বাড়িটার কোন রকমের ক্ষতি করবে না। এই হাজার দুয়ারি জমিদার বাড়ি বাংলাদেশের ইতিহাসের একটি সুন্দর নিদর্শন হয়ে থাকবে। শুরু মাত্র একটি মন্দির না থাকার কারণে জমিদার বাড়ির এই করুন দশা কিভাবে হলো তার ইতিহাস কোন একদিন তুলে ধরবো আপনাদের মাঝে। দেখা হবে আবারো ইনশাআল্লাহ, ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ 😍
প্রাচীন জনপদ বীরকুৎসা। যেখানে গিয়ে আমি এমন কিছু দেখেছি, যা কখনও কল্পনাও করেনি। রাজশাহীর বাগমারা উপজেলার একেবারে পাড়া গাঁ বীরকুৎসা। অথচ এই পাড়া গাঁয়ে রয়েছে এক রাজকীয় প্রাসাদ, যার দুয়ার রয়েছে হাজারটি। বাংলার মানুষ এই প্রাসাদটিকে বলে হাজার দুয়ারি জমিদার বাড়ি।
বাড়িটি যেমন সুন্দর, তেমনই আভিজাত্যে ঘেরা। কিন্তু চরম অযত্ন আর অবহেলায় আভিজাত্যে ঘেরা এই প্রাসাদটির অতিত জৌলুস যেন হারিয়ে যেতে বসেছে। তাই রাজকীয় এই প্রাসাদটি দেখে যতটা মুগ্ধ হয়েছি, তার চেয়েও বেশি দুঃখ পেয়েছি। সেখান থেকে ফিরেছি এক বুক কষ্ট নিয়ে।
প্রাচীন জনপদ বীরকুৎসা। যেখানে গিয়ে আমি এমন কিছু দেখেছি, যা কখনও কল্পনাও করেনি। রাজশাহীর বাগমারা উপজেলার একেবারে পাড়া গাঁ বীরকুৎসা। অথচ এই পাড়া গাঁয়ে রয়েছে এক রাজকীয় প্রাসাদ, যার দুয়ার রয়েছে হাজারটি। বাংলার মানুষ এই প্রাসাদটিকে বলে হাজার দুয়ারি জমিদার বাড়ি।
বাড়িটি যেমন সুন্দর, তেমনই আভিজাত্যে ঘেরা। কিন্তু চরম অযত্ন আর অবহেলায় আভিজাত্যে ঘেরা এই প্রাসাদটির অতিত জৌলুস যেন হারিয়ে যেতে বসেছে। তাই রাজকীয় এই প্রাসাদটি দেখে যতটা মুগ্ধ হয়েছি, তার চেয়েও বেশি দুঃখ পেয়েছি। সেখান থেকে ফিরেছি এক বুক কষ্ট নিয়ে।
বীরকুৎসা জমিদার বাড়ি, যার রয়েছে ১০০০ টি দরজা তাই এটি হাজারদুয়ারি জমিদার বাড়ি নামে পরিচিত। এটি রাজশাহী জেলার বাগমারা উপজেলার বীরকুৎসা গ্রামে অবস্থিত।
১৮ শতকের মাঝামাঝি এটি নির্মিত হয়।
অযত্ন-অবহেলায় জমিদার বাড়িটি এখন নির্জন অবস্থায় রয়েছে।
এটি রাজশাহী জেলার বাগমারা উপজেলায় যোগীপাড়া ইউনিয়নে বীর কুৎসা নামক গ্রামে অবস্থিত।
কথিত আছে, জমিদার বাড়ির সামনে দিয়ে কেউই জুতা বা স্যান্ডেল পায়ে যেতে পারতো না। জুতা বা স্যান্ডেল বগলের তলে নিয়ে মাথা নিচু করে জমিদার বাড়ির সামনে দিয়ে যেতে হতো।
বর্তমানে অযত্ন আর অবহেলায় জমিদার বাড়িটি তার জৌলুস হারিয়ে এখন ধ্বংসপ্রাপ্ত হয়ে দাঁড়িয়ে আছে।
হাজারদুয়ারি জমিদার বাড়ি | History of Hazarduari |
কিছু তথ্য : বাংলাদেশের একমাত্র হাজারটি দুয়ার বিশিষ্ট একটি ঐতিহাসিক জমিদার বাড়ি হলো হাজারদুয়ারি! যা মূলত বীরকুৎসা জমিদার বাড়ি বা বীরকুৎসা পরগনা নামেও পরিচিত।
এটি রাজশাহী জেলার বাগমারা উপজেলায় যোগীপাড়া ইউনিয়নে বীর কুৎসা নামক গ্রামে অবস্থিত।
কথিত আছে, জমিদার বাড়ির সামনে দিয়ে কেউই জুতা বা স্যান্ডেল পায়ে যেতে পারতো না। জুতা বা স্যান্ডেল বগলের তলে নিয়ে মাথা নিচু করে জমিদার বাড়ির সামনে দিয়ে যেতে হতো।
বর্তমানে অযত্ন আর অবহেলায় জমিদার বাড়িটি তার জৌলুস হারিয়ে এখন ধ্বংসপ্রাপ্ত হয়ে দাঁড়িয়ে আছে।
Keywords: হাজারদুয়ারি জমিদার বাড়ি, হাজারদুয়ারি, বীরকুৎসা জমিদার বাড়ি, রাজশাহী ভ্রমণ গাইড History of Hazarduari, ঐতিহাসিক জমিদার বাড়ি, historical place of rajshahi, প্রাচীন ইতিহাস, মুঘল সাম্রাজ্যের ইতিহাস, Bengal Discovery, জমিদার বাড়ি, রানী ভবনের রাজবাড়ি, Historical Places, প্রত্নতত্ত্ব বিভাগ, travel, রানী ভবানীর রাজবাড়ি Natore, রানী ভবানীর রাজবাড়ি, রানী ভবানীর, উত্তরা গণভবন নাটোর, জমিদারি আমলের ইতিহাস, দিঘাপতিয়া রাজবাড়ী, পুঠিয়া রাজবাড়ী, travel place of rajshahi, the sunny day vlogs, Jomidar Bari, tourist place in bangladesh, রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি ও শিব মন্দির bangladeshi travel vlog, travel vlog, rani bhobani, rani bhabani, travel diary, পাটুল মিনি কক্সবাজার, travel documentary, historical travel, bangladesh heritage, natore history, Horror story, Rajbari, দর্শনীয় স্থান বগুড়া, রহস্যময় জায়গা, ভয়ংকর জায়গা, ভৌতিক, জ্বিন, bhautik, bhoot fm, রহস্যমণ্ডিত, বাংলার ইতিহাস, দর্শনীয় স্থান নাটোর, রহস্যমণ্ডিত জায়গা, হিস্টোরিকাল প্লেস, অলৌকিক জমিদার বাড়ি, জমিদার বাড়ির গুপ্তধন, গুপ্তধনের সন্ধানে, ঐতিহাসিক জায়গা, ভয়ংকর জায়গা, রহস্যমণ্ডিত জমিদার বাড়ি,
Информация по комментариям в разработке