Sharighat || ঢাকায় কায়াকিং,নৌকা ভ্রমণ,শরতের কাশবন এক সাথে।জলছবির গাঁও|| সারিঘাট কেরানীগঞ্জ

Описание к видео Sharighat || ঢাকায় কায়াকিং,নৌকা ভ্রমণ,শরতের কাশবন এক সাথে।জলছবির গাঁও|| সারিঘাট কেরানীগঞ্জ

ঢাকার কাছেই কায়াকিং, নৌকা ভ্রমণ এবং শরতের কাশবন সব একসাথে কম খরচে পেয়ে যাবেন এই সারিঘাটে যা দক্ষিণ কেরানীগঞ্জ বা হাসনাবাদে অবস্থিত । আর এই আয়োজকের নাম জলছবির গাঁও।

যেভাবে যাবেনঃ

যেকোনো পরিবহন ব্যবহার করে পোস্তগোলা ব্রিজ বা জুরাইন রেল গেইট চলে আসতে হবে। বাসে আসতে হলে বোরাক (গুলিস্তান থেকে) ,রাইদা,সালাসাবিল ব্যবহার করতে পারেন। পোস্তগোলা ব্রিজ থেকে রিজার্ভে ১০০-১৫০ টাকায় সরাসরি কায়াকিং পয়েন্ট বা শেয়ারিং এ ১০ টাকা দিয়ে ব্রিজ পার হয়ে, ব্রিজ এর ওপার থেকে আবার শেয়ারিং এ ১০-২০টাকা অথবা রিজার্ভে ৪০-৫০ টাকায় চলে যেতে পারেন সারিঘাট কায়াকিং পয়েন্ট (জলছবির গাঁও)।

Google map link : https://goo.gl/maps/88iPi3XrskAp9fT49

কায়াকিং এর জন্য ৭৫ টাকা প্রতিজন ৩০ মিনিট এর জন্য এবং নৌকাভ্রমণ ১০০-১৫০ টাকা। সারিঘাট কেরানীগঞ্জ
#sharighat #kayaking_point #keraniganj

Комментарии

Информация по комментариям в разработке