রাজাকার কারা ছিল ? Pinaki Bhattacharya || The Untold

Описание к видео রাজাকার কারা ছিল ? Pinaki Bhattacharya || The Untold

আমাদের এইটা বিশ্বাস করাতে বাধ্য করা হয়েছে যে রাজাকার এর দাড়ি টুপি ছিলো পাঞ্জাবি পরে তারা নারায়ে তাকবির বলে বাঙালিদের উপরে ঝাপায়ে পড়তো। আর জামায়াতে ইসলামীর কর্মিরা ছিলো রাজাকার। আমি আগের ভিডিওতে দেখিয়েছি সেই সময়ে পত্রিকার ছবি। আর দেখিয়েছি রাজাকারেরা সামরিক ইউনিফর্ম পরতো তাদের দাড়ি টুপি পাঞ্জাবি ছিলোনা। আজ আমরা একটা বিদেশী রিপোর্টের দুটো ভিডিও দেখবো রাজাকার নিয়ে।

জামায়তে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এটা ঐতিহাসিক সত্য আবার এটাও সত্য রাজাকার বাহিনীর সাথে জামায়াতে ইসলামির সম্ভবত কোন সম্পর্কই ছিলোনা। আজকে যেই ভিডিও দেখাবো সেইখানে আমরা দেখবো কোন রাজনৈতিক দল রাজাকার বাহিনি সৃষ্টি করেছিলো। আর ৭১ সালে রাজাকারেরা আসলে কী করতো।


আমরা এই রিপোর্টে কী দেখলাম? রাজাকার বাহিনী তৈরি করা হয়েছিলো পাকিস্তানি সেনারা বর্ডারে যুদ্ধ করতে যাওয়ার পরে শুন্যস্থান পুরণ করার জন্য। তাদের কাজ ছিলো রোড ব্লক, গুরুত্বপূর্ণ স্থাপনা পাহাড়া দেয়া আর মুক্তি বাহিনীকে মোকাবেলা করা। সামরিক পোশাকটা কেমন ছিলো? খাকি পোশাক আর খয়েরি টুপি। এটাই ছিলো প্রিডমিনেন্টলি রাজাকারের চেহারা।

তারা ছিলো মুসলিম লীগের কর্মী। জামায়তে ইসলামীর কর্মি না। তাহলে রাজাকার মানেই জামায়াতে ইসলামি কেন বলা হয়? কারণ মুসলিম লীগ তো নাই দল হিসেবে তো কুপাইয়া লাভ নাই। তো মুসলিম লীগের ব্যাগেজ জামায়াতের কান্ধে চাপাইয়া যদি ইসলাম কুপানি যায় তো অসুবিধা কী?

Комментарии

Информация по комментариям в разработке