চায়না জাতের আদা কেন লাগাবেন সরাসরি দেখুন । ওয়েট দিয়ে দেখাবো কতটুকু পেলাম | mkagro chandpur

Описание к видео চায়না জাতের আদা কেন লাগাবেন সরাসরি দেখুন । ওয়েট দিয়ে দেখাবো কতটুকু পেলাম | mkagro chandpur

আদা চাষে, দেশী ২ বস্তা, চায়না ১ বস্তা সমান!
আমি প্রায় ৭০০ বস্তা আদা লাগিয়েছিলাম। তার মধ্যে অল্প কয়েক বস্তা চায়না জাতের আদা, বাকী গুলো দেশী জাতের। চায়না জাতের আদার বীজ সংগ্রহ করতে গেলে, দোকানদার বলে চায়না আদা আমাদের দেশে হয় না। অনেকে করেছে, কারোই হয় নাই। লস খাবেন, দেশী চাষ করেন। আমি তারপরও অল্প কিছু নিয়ে আসলাম, এই ভিডিও তে দেখতে পাবেন চায়না ১ বস্তা আদা থেকে ২কেজি ২০০ গ্রাম আদা পেলাম।

যেই ফসলে লাভ বেশী কৃষক সেটাই চাষাবাদ করবে। তেমনি যেই জাতের আদা ফলন বেশী হবে কৃষক সেটাই চাষ করবে। দেশী জাতের আদা পোকার আক্রমণ বেশী হয়, বৃষ্টিতে গাছ মরে যায়, ফলন কম। অন্যদিকে চায়না আদা মোটা, পোকার আক্রমণ কম কিন্ত ফলন বেশী।

তাই সবাইকে বলবো চায়না আদা চাষ করবেন। জায়গা খালি না রেখে চাষাবাদ করে দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখুন। ভিডিও গুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করি। আমার শ্লোগান : আর নয় প্রবাস, নিজের জমিতে করবো চাষ।


#আদা #আদাচাষ #আদাচাষপদ্ধতি #চায়নাজাতেরআদা #এমকেএগ্রোচাঁদপুর #চাঁদপুর

Комментарии

Информация по комментариям в разработке