আজকের এই গানটি নিয়ে চলে এসেছে পুরনো স্মৃতি আর হারানো ভালোবাসার গল্প।
“কি ছিলে আমার বল না তুমি” গানে আছে একার্তিক বেদনা, একাকিত্ব এবং অমলিন ভালোবাসার ছোঁয়া।
চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করুন যদি আপনার মনে লাগে এই গান আপনাকে স্পর্শ করেছে।
🎧 Use headphones for best experience | Emotional content ahe
Ektara- ||“কি ছিলে আমার বল না তুমি|| Ektara plaza ||Bangla Sad Song || 2025.
Orginal Credit..
🎧 Song Title: ki chele Amar Bolo Na Tumi
🎤 Genre: Emotional Sad Song
🎶 Artist: [Ai / Ektara Plaza]
⌨️ Lyrics: Surajit BB
📀 Language: Bengali
ki chele Amar Bolo Na Tumi Lyrics.
লা লা লা লা লা...
লা লা লা লা লা লা...
কি ছিলে আমার বল না তুমি,
আছি তো আগেরই মতো এখনো আমি।
চোখের কোণে জমে আছে আজো,
তোমার সেই হাসির রেশ — নরম বাতাসে বাজে।
তোমার ছোঁয়ায় ছিল এক অন্য সকাল,
তোমার চোখে জ্বলে উঠত আমার কাল।
ভালোবাসার রঙে রাঙানো সে দিন,
আজ কেবলই ফিকে, তবু মনে রয় গোপনে ঋণ।
ভুলে কি গেছ তুমি বাসরেরও কথা,
আজো তা রয়েছে আমার স্মৃতিতে গাঁথা।
তোমার কণ্ঠে বলা সেই মিষ্টি কথা,
আজো কানে বাজে — নীরব রাতের ব্যথা।
চাঁদের আলোয় তোমার ছায়া খুঁজি,
তারার ভিড়ে একা আমি আজও বুঁদে রই।
স্মৃতির সুরে বাজে পুরোনো গান,
যেখানে তুমি — আমি, আর অনন্ত অভিমান।
কি ছিলে আমার, বল না তুমি,
আছি তো আগেরই মতো এখনো আমি।
সময় থেমে গেছে, তবু আমি চলি,
তোমার নামেই আমার নিশ্বাস গুনি।
তুমি কি আগেরই মতো এখনো হাসো?
তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো?
বৃষ্টির ভেজা দুপুরে, চায়ের কাপে,
তোমার গল্প খুঁজি — ছায়া হয়ে রই পাশে।
রাত জাগা জানালায় বসে থাকি আমি,
চাঁদকে বলি তোমার কথা — নিঃশব্দ স্বীকারোক্তি।
হাওয়ার সাথে উড়ে যায় ফেলে আসা দিন,
তবু মনে বাজে তোমার নামের সুর বিন।
কি ছিলে আমার, বল না তুমি,
আছি তো আগেরই মতো এখনো আমি।
তুমি ছাড়া এখন জীবনটা ফাঁকা,
হৃদয়ের পাতায় শুধু তোমারই আঁকা।
আজো সেই গন্ধে ভরে ঘর,
যে গন্ধে লুকিয়ে ছিল তোমার অন্তর।
তোমার দেয়া ছোট্ট উপহার,
আজো বুকের কাছে, স্মৃতির সংসার।
রাত নামলে শুনি — বাতাসের সুর,
তোমার কণ্ঠস্বরের মতো মিষ্টি মধুর।
যখন চোখ বুজে দেখি তোমায়,
মন বলে — ফিরো না ফিরে এসো আমায়।
কি ছিলে আমার, বল না তুমি,
আছি তো আগেরই মতো এখনো আমি।
কি ছিলে আমার...
লা লা লা লা লা...
লা লা লা লা লা লা...
Hashtags:
#BanglaSadSong #BanglaLyrics #KiChhileAmar #EmotionalSong #LostLove #Heartbreak #EktaraPlaza
This song — including its lyrics, composition, and arrangement — is completely original.
Copying, re-uploading, or remixing without permission is strictly prohibited and punishable by law.
© 2025 Ektara Plaza | All Rights Reserved.
🎧 Use headphones for the best experience.
🎶 Feel the emotion. Respect the creation
Информация по комментариям в разработке