BOLE DAO- THE REHMAN DUO

Описание к видео BOLE DAO- THE REHMAN DUO

“To the world you may be one person, but to one person you are the world.” – Bill Wilson.
Express your love to your loved ones.
Song: Bole Dao
Band: The Rehman Duo
Lyrics: Ruslan Rehman
Cinematography : Cowboy Leen


তোমার কথা কম শুনি আমি
জোসনা তারায় ভুল গুনি
সেই রাতের কথায় বানভাসি
কোন চাঁদ ।

তোমার কাছে এই আছি
আমি ইচ্ছে স্বাধীন মৌমাছি
তবু তোমার শরীর
আমার মরন ফাদ ।

আজ কিচ্ছু বলার নেই
বলে দাও খুব সহজেই
বলে দাও খুব করে আজ
ভালোবাসি ।

যেমন করে দিচ্ছে টান
এই নাটাই সুতোর ইন্দ্রযান
আর সময় সেতো আগলে রাখা ঘর।

আমার ভিতর পাগলামি
আর ভালোথাকায় আলসেমি
তুমি জাহাজ হৃদয় আমি সওদাগর।

আর কিচ্ছু বোঝার নেই
বুঝে নাও খুব সহজেই
বুঝে নাও খুব করে আজ
ভালোবাসি।

Комментарии

Информация по комментариям в разработке