বন্যার পানিতে মাছ ধরার মহা উৎসব | Great festival of fishing in flood waters | মাছ ধরার ভিডিও | Fish

Описание к видео বন্যার পানিতে মাছ ধরার মহা উৎসব | Great festival of fishing in flood waters | মাছ ধরার ভিডিও | Fish

বন্যার পানিতে মাছ ধরার মহা উৎসব | Great festival of fishing in flood waters | মাছ ধরার ভিডিও | Fish |

রাজশাহীর আশেপাশের উপজেলাগুলোতে বন্যার পানিতে ফসলী জমি, অনেক ঘর-বাড়িতেও উঠেছে পানি। ভেসে গেছে অনেক পুকুর। খাল, বিল, নদী-নালা ভরেছে পানিতে। সেসব জায়গায় মাছ বেড়েছে। আর তাই তো জেলেদের সঙ্গে শখের বশে সাধারণ মানুষ জাল নিয়ে ব্যস্ত হওয়ায় শুরু হয়েছে মাছ ধরার উৎসব।
সাধারণ জেলেরা আয় বৃদ্ধি আর অন্যদের মৎস্য শিকারীদের জন্য তা আনন্দের হলেও মাছের খামারিদের জন্য তা কষ্টের।
রাজশাহী গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় ভারী বর্ষনের ফলে মাছ ব্যবসায়ীদের পুকুর ভেসে গেছে। ওইসব পুকুরের মাছ ছড়িয়ে পড়েছে বন্যার পানিতে। গোদাগাড়ী এলাকার বেশ কয়েকটি জায়গায় দেখা যায় খালে কিংবা ধান ডুবে যাওয়া ক্ষেতে মাছ ধরতে। এদিকে দামকুড়া কাঁকনহাট সড়কে রাস্তার পাশে জোহাখালী বিলে শত শত মানুষ এভাবেই জাল ফেলে ছোটবড় সব ধরণের মাছ শিকার করছে।
সেখানেই মাছ শিকার করে অনেকেই বিক্রি করছেন মাছ। তুলনামূলক বাজারের চেয়ে দাম কম। হাফ কেজি থেকে শুরু করে ৭ থেকে ৮ কেজি পর্যন্ত রই, কাতল, মৃগেল মাছ ধরা পড়ছে জালে। কেউ মাছ ধরতে ব্যস্ত। আবার কেউ সেখানে উপস্থিত মাছ কিনতে।
রাজশাহী গোদাগাড়ী উপজেলার দামকুড়া ও কাঁকনহাট সড়কের পাশে কদমশহর এলাকায় জোহাখালী খালে বিশাল বিশাল রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্পসহ বিভিন্ন ধরণের মাছ ধরা পড়ছে। সেখানেই ভিড় করছে অনেকেই। জালে ধরা পড়া মাছ কিনে নিচ্ছেন অনেকেই। অল্প দামে কিনে নিচ্ছেন ক্রেতারা।

এতে সাধারণ মানুষ অনেক খুশি, তাদের মতে মৎস চাষিরা খাল বিলে মাছ চাষ করে গরীব মৎসজীবী ও সাধারণ মানুষের মাছ ধরার জায়গা গুলো দখল করে হক মেরেছে, তাই তাদের সম্পদে গরীবেরও হক রয়েছে। আর আল্লাহ বন্যার মধ্যমে গরীবে হক আমাদের মত সাধারণ মানুষদের বুঝিয়ে দিচ্ছে।

My videos for all age people

Комментарии

Информация по комментариям в разработке