পাপীর ভাগ্যে এমন দিন • Papir Vagge Emon Din Ki Ar Hobe Re • SATTAR FOKIR • BAULTOLA • LALONGITI |

Описание к видео পাপীর ভাগ্যে এমন দিন • Papir Vagge Emon Din Ki Ar Hobe Re • SATTAR FOKIR • BAULTOLA • LALONGITI |

Sattar Fakir • Lalon Geeti
কথায় আছে, ‘সৎসঙ্গে স্বর্গবাস’। ‘সঙ্গ’ যে কোনও মানুষের জীবনেই খুব গুরুত্ববহ। সঙ্গ ভালো হলে আত্মার শুদ্ধি হয়, আর ভালো না হলে জ্বরা আর জীর্ণতা ভর করে আমাদের দেহে-মনে।

পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে
কথা ও সুরঃ ফকির লালন সাঁই
কণ্ঠঃ সাত্তার ফকির
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে।
দেখ দেখ মনুরাই চাঁদ হয়েছে উদয়
কি আনন্দময় সাধুর হাট বাজারে।।
সাধুর বাতাসে রে মন
বনের কাষ্ঠ হয় রে চন্দন
হেন সাধ সদাই
না হয় আমার
আবার যেন ফেরে ফেলিস না রে।।
যথা রে মন সাধুর বারাম
তথা সাধ বারাম নিরন্তর
লালন বলে মন খোজো কি আর ধন
সাধুর সঙ্গে রঙ্গে বেশ কর রে।।

=======================================

Follow us on Facebook:   / baultola  

Комментарии

Информация по комментариям в разработке