গর্ভবতী ভাতার টাকা কবে পাবেন | গর্ভবতী ভাতার আবেদন ২০২৪ | অর্থের পরিমাণ ও বিতরণ পদ্ধতি ২০২৪

Описание к видео গর্ভবতী ভাতার টাকা কবে পাবেন | গর্ভবতী ভাতার আবেদন ২০২৪ | অর্থের পরিমাণ ও বিতরণ পদ্ধতি ২০২৪

গর্ভবতী ভাতার টাকা কবে পাবেন | গর্ভবতী ভাতার আবেদন ২০২৪ |

গর্ভবতী ভাতা জন্য অনলাইন আবেদন, ভাতার মেয়াদ, গর্ভবতী ভাতা জন্য অনলাইন আবেদন, ভাতার মেয়াদ, অর্থের পরিমাণ ও বিতরণ পদ্ধতি ২০২৪

নির্বাচিত গর্ভবতী মা’কে ২(দুই) বছর ব্যাপী প্রতি মাসে সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান করা হবে।(সরকারের সিদ্ধান্ত মােতাবেক ভাতার পরিমাণ হ্রাস/বৃদ্ধি হতে পারে)। বর্তমানে এ ভাতার পরিমাণ বৃদ্ধির জন্য সরকারের নিকট সুপারিশ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার যৌথ স্বাক্ষরে ব্যাংক একাউন্ট পরিচালিত হবে। তারা ভাতার অর্থ রাষ্ট্রায়ত্ব তফসিল ব্যাংক এর মাধ্যমে ভাতাভােগীর নির্দিষ্ট ব্যাংক হিসাবে বিতরণ করবেন (৬৪টি জেলার সদর উপজেলায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রােগ্রাম অফিসার এ দায়িত্ব পালন করবেন)।
গর্ভধারণ অবস্থায় গর্ভপাত ঘটলে গর্ভপাত পরবর্তী তিনমাস পর্যন্ত ভাতা অব্যাহত থাকবে। সে ক্ষেত্রে অপেক্ষমান তালিকা থেকে নতুন করে ভাতাভােগী নির্বাচন করতে হবে।
সন্তান জন্মগ্রহণের পর দুই বছরের মধ্যে মারা গেলে সংশ্লিষ্ট মা ২৪ মাস পূর্ণ হওয়ার অবশিষ্ট সময়ের ভাতা পাবেন।
নির্বাচিত গর্ভবতী মা দুই বছরের মধ্যে মারা গেলে তার ভাতা প্রদান বন্ধ হয়ে যাবে এবং অন্য কোন গর্ভবতী মা নতুন করে নির্বাচন করা যাবে না। তবে নির্বাচিত গর্ভবতী মায়ের বকেয়া টাকা সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার প্রত্যয়ন সাপেক্ষে বৈধ উত্তরাধিকারী (সন্তান) পাবে।
এ কার্যক্রমের মাধ্যমে দরিদ্র মায়েরা মাতৃত্বকালীন আর্থিক সহযােগিতার পাশাপাশি মাতৃদুগ্ধ পানের উপকারিতা, গর্ভাবস্থায় উন্নত পুষ্টিকর খাদ্য গ্রহণ, প্রসব ও প্রসবােত্তর সেবা বৃদ্ধি, মা ও শিশু মৃত্যু হার হ্রাস, পরিবার পরিকল্পনা গ্রহণ সম্পর্কিত তথ্যাদি, মা ও শিশু নির্যাতন, যৌতুক, তালাক, বিবাহ ও জন্ম নিবন্ধন বিষয়ে সচেতন হওয়ারও সুযােগ পাচ্ছেন। এ কর্মসূচি গর্ভবতী মা ও শিশু মৃত্যুর হার হ্রাসে সহায়তা করছে।

Комментарии

Информация по комментариям в разработке