শীতকালে দেশি মুরগী কেন মারা যায় সাবধান।।

Описание к видео শীতকালে দেশি মুরগী কেন মারা যায় সাবধান।।

পরিবেশের পরিবর্তনের প্রভাব ও সকল জীবের মত মুরগীর স্বাভাবিক জীবন প্রবাহ ও শরীরবৃত্তীয় কাজকর্মকে প্রভাবিত করে, মুরগি শীতকালে যখন তাপমাত্রা কমে যায় তখন তারা নিজেদের তাপ ভাগাভাগি করে থাকে। যখন অধিক তাপমাত্রা কমে যায় কখন তারা একেবারে যরোহয়ে থাকে তার ফলে কিছু মুরগী নিচে পরে যায়, এবং মরে যায়।।
#দেশি-মুরগির-খামার-সোনাতলা #ZannatulAgro

১.লিটার অত্যাধিক শুকনা থাকার ফলে মুরগীর ঠান্ডা লাগতে পারে। তাই লিটার যেনো বেশী শুকনো ধুলো যুক্ত না হয়।
২. লিটারে ডাস্টের পরিমান বেশী থাকলে মুরগীর ঠান্ডা লাগতে পারে। তাই দুই/তিন দিন পর পর লিটার চেলে ডাস্ট ফেলেদিতে হবে।
৩. মুরগীর গায়ে সরাসরি ঠান্ডা বাতাস লাগলে (বিশেষ করে শীতকালে) মুরগীর ঠান্ডা লাগতে পারে।
৪. ফার্মে অত্যাধিক এমোনিয়া গ্যাস জমলে মুরগীর ঠান্ডা লাগতে পারে। তাই ফার্মের ভেন্টিলেশন ব্যবস্থা পর্যাপ্ত রাখতে হবে যেন গ্যাস না জমতে পারে।

➡️➡️১দিন বয়স থেকে ৩০দিন বয়সে কিভাবে পালবেন
   / ny_ye8  

➡️➡️দেশি মুরগির ঠোকরা ঠুকরির সমাধান
   • প্রাকৃতিক  পদ্ধতিতে দেশি মুরগির ঠোকরা...  

➡️➡️দেশি মুরগির বাচ্চা ছেরে পালন।।
   • শীতে দেশি মুরগির বাচ্চা অর্ধমুক্ত ভাব...  

এছাড়াও ফার্মে জীবাণুমুক্ত পানি সরবরাহ করতে হবে। বিশেষ করে শীতে ফার্মে তাপমাত্রা সঠিক ভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে। যথাযথ মাত্রায় আর্দ্রতা রক্ষা করতে হবে। শেডের থেকে এমোনিয়া ও কার্বন ডাই অক্সাইডসহ খারাপ গন্ধ দূর করতে হবে। শীতে ফার্মে রসুন এবং আদা ব্যবহার করতে পারি। এবং পানির পাত্র বাড়িয়ে দিতে পারি।

তারপরেও মুরগীর এই রোগ দেখা দিলে তার প্রতিকার না করলে সমস্যা দীর্ঘস্থায়ী হবে এবং পরবর্তীতে শ্বাসতন্ত্রের কার্যাবলী ব্যাহত হবে এবং অন্যান্য রোগ সহজেই আক্রমন করবে।
তাই দ্রুত ডাক্তারের পরামর্শ মত ভালমানের শ্বাসতন্ত্র উত্তেজক ঔষধ প্রয়োগ করা যেতে পারে। ডাক্তার এন্টিবায়োটিক সাজেস্ট করলে যথাযথ ডোজ মেনে প্রয়োগ করতে পারি। 



কুরিয়ার সার্ভিসের তথ্যঃ

রাজশাহী বাহিরে আপনার নিকটস্থ "এসএ পরিবহন" অথবা "সুন্দরবন কুরিয়ার" হতে পণ্য গ্রহন করতে পারবেন। কন্ডিশনে কন্ট্রোলার এবং খামারী ভাইদের অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমরা পাঠিয়ে থাকি সারা দেশ জুড়ে। কুরিয়ার সার্ভিসে পণ্যের মূল্য এবং কুরিয়ার চার্জ দিয়ে পণ্য বুজে নিন।
যোগাযোগ, ০১৯৯৪১৭৬৩৬৬
০১৭৬৪৮৪৪১৫৯,
বগুড়া সোনাতলা

Комментарии

Информация по комментариям в разработке