যেভাবে শহীদ হলেন বাবা সলিম উল্লাহ | সাদী মহম্মদ | তানভীর মোকাম্মেল | প্রামাণ্যচিত্র: স্বপ্নভূমি

Описание к видео যেভাবে শহীদ হলেন বাবা সলিম উল্লাহ | সাদী মহম্মদ | তানভীর মোকাম্মেল | প্রামাণ্যচিত্র: স্বপ্নভূমি

সাদী মহম্মদ বাংলাদেশের একজন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীতশিল্পী। এই সাক্ষাৎকারে সাদী মুহম্মদ একাত্তরের ২৬শে মার্চ ঘটে যাওয়া তার পিতা শহীদ সলিম উল্লাহর হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। তার আলোচনায় উঠে এসেছে মুক্তিযুদ্ধের সময় অবাঙ্গালীদের নেতিবাচক সব ভূমিকার কথা। এছাড়াও তিনি বলেছেন কিছু কিছু অবাঙ্গালীরা (বিহারি) কীভাবে তাদের বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করেছিল।

সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে তানভীর মোকাম্মেল নির্মিত প্রামাণ্যচিত্র স্বপ্নভূমি (The Promised Land) তে। স্বপ্নভূমি ২০০৭ সালে মুক্তি পায়।

ঢাকার মোহাম্মদপুর এলাকায় বাঙ্গালীদের পাশাপাশি অবাঙ্গালীদের বসবাস ছিল ব্যাপক। বাঙ্গালীদের মধ্যে সলিম উল্লাহ ছিলেন অন্যতম নেতা ও সকলের কাছে পরিচিত মুখ। ফলে ২৬শে মার্চ তাঁর পরিবারের উপর সেখানকার অবাঙ্গালীরা হামলা চালায় এবং সাদী মুহম্মদের বাবা সলিম উল্লাহকে নির্মমভাবে প্রাণ দিতে হয়। আজকের দিনের শহীদ সলিম উল্লাহ রোডটি স্বাধীনতার পর কায়দে আযম রোড নামে পরিচিত ছিল। পরে রোডটিকে সাদী মুহম্মদের বাবার আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ সলিম উল্লাহ রোড হিসেবে নামান্তরিত করা হয়।

প্রসঙ্গত: শিল্পী সাদী মহম্মদ গত ১৩ মার্চ ২০২৪ মারা যান। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীতশিল্পী, সুরকার ও রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক ছিলেন

স্বপ্নভূমি প্রামাণ্যচিত্র:    • Swapnabhumi (The Promised Land) | A d...  

#সাদী_মহম্মদ #সাদি_মোহাম্মদ #রবীন্দ্রসঙ্গীত #শিল্পী #Sadi_Mohammad #মুক্তিযুদ্ধ #শহীদ_সলিম_উল্লাহ #১৯৭১ #রবীন্দ্রসঙ্গীতশিল্পী #তানভীর_মোকাম্মেল #সাক্ষাৎকার #Tanvir_Mokammel #স্বপ্নভূমি #ইতিহাস

Комментарии

Информация по комментариям в разработке