দাশের হাট পোনার বাজার || Dasher Hat poner Bazar, Barishal

Описание к видео দাশের হাট পোনার বাজার || Dasher Hat poner Bazar, Barishal

পূব আকাশে আলো ফোটার আগেই বরিশালের আগৈলাঝাড়ার দাশের হাটে জনমানুষের হাক ডাকে জমে ওঠে দক্ষিন বঙ্গের সব থেকে বড় মৎস পোনার বাজার।

বরিশালের গৌরনদী টু আগৈলাঝাড়া হাইওয়ের দাশেরহাট স্টান্ডে এই বাজারটি অবস্থিত।

২০১৪ সালে গড়ে ওঠা এই মৎস পোনার বাজারে প্রতিদিন কয়েকশো খুচরা ও পাইকারি হকার এবং গৃহস্থী মালিকেরা তাদের মাছের পোনা বেঁচা-কেনা করে।

বরিশাল সহ গোপালগঞ্জ, মাদারিপুর, শরিয়তপুর ও বিভিন্ন জেলা থেকে হকার ও পোনার মালিকগন ভোরের আলো ফোটার আগেই নছিমন, করিমন, ভ্যান, মিনিট্রাকে করে মাছের পোনা নিয়ে হাজির হয় ।
বিভিন্ন দামে, কেজি ও ইঞ্চি পদ্ধতিতে ভোর থেকে সকাল ৯-১০ টা পর্যন্ত চলে এই কেনা বেঁচা।

স্থানীয় মাছের পোনার বড় ব্যাবসায়ীরা যশোর, ময়মনসিংহ ও অন্য জেলা শহর থেকে পোনার রেনু/ডিম কিনে এনে তাদের পুকুরে লালন পালন করে সেই পোনা আবার পুনরায় বিভিন্ন ভ্রাম্যমাণ হকারের কাছে বা গৃহস্থীর কাছে বিক্রি করে এই বাজারের মাধ্যমে।

কোন কোন স্থানীয় ব্যাবসায়ী ডিম থেকে পোনা উৎপাদনের হ্যাচারি স্থাপন করে পোনা উৎপাদন করে এই বাজারে বিক্রি করে।

ভ্রাম্যমাণ হকারগন প্রয়োজন মত বিভিন্ন মাছের পোনা ক্রয় করে আশেপাশের গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সেই পোনা বিক্রি করে।

বছরজুড়ে মাছের পোনার বেঁচা কেনা হলেও বর্ষা মৌসুমে সব থেকে বেশি বেচা বিক্রি হয়।

এখানে প্রতিদিন প্রায় ২০-৩০ লক্ষ বা তার অধিক টাকার পোনা কেনা বেচা হয়।

বিভিন্ন রকমের কার্প জাতীয় মাছ ও জিওল মাছের পোনা যেমন, রুই, কাতল, মৃগেল, সিলবার, কার্পপিউ, গ্রাসকার্প, চিতল, তেলাপিয়া, শৈং, কৈ, পাবদা, মাগুর, শোল, টেংড়া, পাঙ্গাস সহ প্রায় সকল প্রকার মাছের পোনা কেনাবেচা হয় এখানে।

নামমাত্র খাজনা পরিশোধ করে স্থানীয় ও বহিরাগত হকার ও পোনা ব্যাবসায়ীরা এখানে মাছের পোনা বিক্রি করতে পারে।

মাছের পোনার বাজারকে কেন্দ্র করে স্থানীয় অনেক মানুষ খুঁজে পেয়েছে জীবিকার সন্ধান।

কেউ কেউ মাছের পোনা বিক্রির সরঞ্জাম যেমন জাল, পাতিল, ছোট-বড় ড্রাম, টিন, গামলা, ঝাঁপি ভাড়া দিয়ে জীবিকা চালাচ্ছে।
কেউ মাছের খাবার ও ঔষধ বিক্রি করে।
কেউ আবার মাছের পোনা বহনকারী ব্যাটারি বা ইঞ্জিন চালিত গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছে।

বাজারকে কেন্দ্র করে স্থানীয় প্রচুর মানুষ এখন মাছের পোনা উৎপাদন ও বিপণনের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছে যা এক দিকে স্থানীয় মানুষের বেকারত্ব দূর করছে অপর দিকে দেশের আমিষের চাহিদা মেটাচ্ছে।
#দাশেরহাট #মাছেরপোনা #Dasherhat

অন্যন্য দর্শনীয় স্থান -

দার্জিলিং ও সিকিম সিরিজ, ইন্ডিয়া
   • Darjeeling & Sikkim Series  

চন্দ্রনাথ পাহাড় (মন্দির),সিতাকুন্ড, চট্টগ্রাম
   • চন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড || Chandra...  

খৈয়াছড়া ঝর্ণা, চট্টগ্রাম।
   • খৈয়াছড়া ঝর্ণা || khoiyachora jhorna  

গুলিয়াখালি সমুদ্র সৈকত, সিতাকুন্ড।
   • গুলিয়াখালি সমুদ্র সৈকত || Guliakhali ...  

পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম।
   • পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম || Pat...  

বায়েজিত বোস্তামির মাজার, চট্টগ্রাম।
   • বায়েজিদ বোস্তামীর মাজার|| Bayazid Bo...  

দূর্গাশাগর, বরিশাল।
   • দূর্গা সাগর, বরিশাল || Durga Sagor, B...  

পদ্মবিল, গোপালগঞ্জ।
   • পদ্মবিল, বলাকইড়,গোপালগঞ্জ || Poddo Bi...  

আলুটিলা, খাগড়াছড়ি।
   • আলুটিলা রহস্যময় গুহা, খাগড়াছড়ি || Alu...  

বঙ্গবন্ধুর সমধাধীস্থল, গোপালগঞ্জ।
   • বঙ্গবন্ধুর সমাধিসৌধ, গোপালগঞ্জ || Bon...  

মেঘের রাজ্য সাজেক, রাঙামটি।
   • সাজেক ভ্যালি || Sajek Valley | রাঙামাটি  

সেন্টমার্টিন দ্বীপ ভ্রমন।
   • সেন্টমার্টিন ভ্রমন গাইড || Saint Mart...  

মহেশখালী, কক্সবাজার।
   • মহেশখালী দ্বীপ, কক্সবাজার || Moheshkh...  

সাতলা শাপলার বিল, বরিশাল।
   • লাল শাপলার রাজ্য, সাতলা, বরিশাল || La...  

শেখ রাসেল শিশু পার্ক, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
   • শেখ রাসেল শিশু পার্ক || টুঙ্গিপাড়া, গ...  

গুঠিয়া মসজিদ, বরিশাল।
https://youtu.b/Rg4mXXeeYFY

ধানডোবার গজার মাছ,বরিশাল।
   • ধানডোবার গজার মাছ || Dhandober Gojar Mas  

গ্যাংটক ও দার্জিলিং-এ সস্তায় কেনাকাটা।
   • Видео  

কংলাক পাহাড়, সাজেক, রাঙামটি।
   • কংলাক পাহাড়, সাজেক || Konglak Pahar ...  

ইনানী সমুদ্র সৈকত, কক্সবাজার।
   • ইনানী সি বিচ, কক্সবাজার || Inani sea ...  

facebook link :
  / sslislam1  

Комментарии

Информация по комментариям в разработке