Kunjer Majhe Kego Rai কুঞ্জের মাঝে কেগো রাই
Singer: Dithi Das (দিতি দাস)
Lyrics & Tune: Radharaman Datta (রাধারমন দত্ত)
Dancer: Mou , Jerin, Prithi , Anjona , Soniya (জেরিন , মৌ , প্রীতি , অঞ্জনা , সনিয়া)
DOP: Juwel Islam & Kayesh (জুয়েল ইসলাম , কায়েস আহম্মদ)
Edit & Color: Tuhin Islam (তুহিন ইসলাম)
Light: Team MB Gallery (টিম এমবি গ্যালারি)
Direction: Mostaque Bahar (মোস্তাক বাহার)
Production: MB Gallery Production House - এমবি গ্যালারি প্রোডাকশন হাউজ। MB Gallery Official Song
#Dhamali #RadhaRaman
Any Query:
Cell: 01767 661288
Email: [email protected]
গানের কথাঃ
কুঞ্জের মাঝে কে গো রাইয়ার, কুঞ্জের মাঝে কে
এগো, ললিতায় বলে রাধার বন্ধু আইসাছে ।।
আধো মাথায় মোহন চুড়া, আধো মাথায় বেণী
শ্যামের চূড়ায় করে ঝিলমিল ঝিলমিল, বেণীয়ে ধরে ফণী ।।
আধো গলায় চন্দ্রহার, আধো গলায় মালা
শ্যামের অর্ধ অঙ্গ গৌর বরণ, অর্ধ অঙ্গ কালা ।।
আধো মুখে মোহন বাঁশী, আধো মুখে হাসি
রাধা রমণ বলে হইতাম আমি, শ্রীচরণের দাসী ।।
Lyrics :
Kunjer Majhe Ke Go Raiyar Kunjer Majhe ke
Ego Lolitay Bole Radhar Bondhu Aisache ..
Adho Mathay Mohon Chura Adho Mathay Beni
Shyamer Churay koreJhiljhil Beniye Dhore Foni ..
Adho Golay Chondrohar Adho Golay Mala
Shymer Ordho Ongo Gour Boron Ordho Ongo Kala ..
Adho Mukhe Mohon Bashi Adho Mukhe Hashi
Radharaman Bole Hoitam Ami Srichoroner Dasi ..
*** ধামাইল বা ধামালি গান ও নাচ সিলেট অঞ্চলে প্রচলিত একজাতীয় কাহিনী সম্বলিত নৃত্য যা এই অঞ্চলের লোকসাহিত্যের একটি অংশ। যে কোন মাঙ্গলিক অনুষ্ঠানেই এই গীত-নৃত্য পরিবেশনার প্রচলন দেখা যায়। রাধারমণ দত্ত কর্তৃক এই গান সর্বাধিক প্রচারিত ও প্রচলিত হওয়ায় তাঁকেই এর স্রষ্টা বলে গণ্য করা হয়। "ধামা" শব্দটি থেকে “ধামালি” বা "ধামাইল" শব্দটির উৎপত্তি; এর অর্থ আবেশ / ভাব। আবার, আঞ্চলিক / কথ্য হিসেবে এর অর্থ উঠোন। ধারনা করা হয়, রাধারমণ দত্ত ভাবুক প্রকৃতির হওয়ায় এই জাতীয় নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকের মতে, বাড়ীর উঠোনে এই গান - নাচের আয়োজন করা হয় বলে একে "ধামাইল গান / নাচ" বলে। এই গান / নাচ বাংলাদেশের বৃহত্তর সিলেট (সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা) অঞ্চলের লোকসংগীত বা লোকনৃত্য হিসেবেই পরিচিত। বৃহত্তর সিলেট ছাড়াও এর পাশ্ববর্তী ব্রাহ্মণবাড়ীয়া, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ জেলার কিছু অংশে এবং ভারতের আসামের, করিমগঞ্জ, কাছাড়, হাইলাকান্দি, শিলচর এবং ত্রিপুরা এলাকায় ধামাইল গানের প্রচলন রয়েছে।
এই গান / নাচের কিছু বিশেষত্ব রয়েছে; যেমন:
এটি নৃত্য সম্বলিত গান; অর্থ্যাৎ, এতে গানের তালে তালে নাচও হয়।
এটি কাহিনীমুলক পরিবেশনা; অর্থ্যাৎ, এতে এক একটি বিষয় / কাহিনী নিয়ে তার বিভিন্ন অংশ পর্যায়ক্রমে পরিবেশন করা হয়।
মঙ্গলিক আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র শুভ কোনো কাজের পূর্বে পরিবেশন করা হয়।
পুরুষ বর্জিত আচার; অর্থ্যাৎ, এটি কেবলমাত্র স্ত্রী-সমাজেই সীমাবদ্ধ।
Информация по комментариям в разработке