chalo chalo sabe nishidin abirata | চলো চলো সবে নিশিদিন অবিরত | বন্দনা ||

Описание к видео chalo chalo sabe nishidin abirata | চলো চলো সবে নিশিদিন অবিরত | বন্দনা ||

চলো চলো-২ সবে নিশিদিন অবিরত
চলো চলো সবে সতত চলো।
কর্ম করি মোরা নিরলস ক্ষণ ক্ষণ
দীবাকর সম মোরা সদা জ্বলো।।ধ্রু।।
শোয়া মানুষের ভাগ্য সুপ্ত হয়
জাগা মানুষের ভাগ্য জেগে যায়
জাগ্রত থাকলেই চট করে উঠে যায়
চরণ বাড়ালেই সেখানে বেড়ে যায়
ঋষি মুনি ওঁদের মুখের কথা
মানুষই মানুষের ভাগ্য বিধাতা
পূর্বপুরুষদের এই পাঠ বুঝে
কাজ কর প্রতিদিন চলো।।১।।
হিন্দু ধর্মকে আবার প্রাণময়
করতে বেরিয়েছে ঘর থেকে শংকর
কেরল থেকে কেদারনাথ ধাম
বিপথগামী বিচরণে জয় জয়কার
অচল জঙ্গল মরুথল ঘুরে
একতা তত্ত্বের শংখ বাজালে
সেই দিগ্বিজয়ীর মত গতি নিয়ে
কার্য কর আর সদা চলো ।।২।।
গাড়ি আমার বাড়ি বলে
যে করেছে ভ্রমণ তপস্যা
আমি না তুমি তুমি একে জপে
মা ভারতীর সেবা নিজেকে সঁপে
জয়ই জয় হোক যে ধ্বনি দিয়ে
শেষ করে দিয়েছ জীবন যাত্রা
সেই ঋষি মাধবের অনুচর আমরা
কর্ম কর অবিরাম চলো।।৩।।
,,,,,,,,,,,*,,,,,,,,,,

Комментарии

Информация по комментариям в разработке