Green Friends Mini Store এর এটাই প্রথম ও শেষ ভিডিও/এই তিনটে জিনিস সেল সব থেকে বেশি/

Описание к видео Green Friends Mini Store এর এটাই প্রথম ও শেষ ভিডিও/এই তিনটে জিনিস সেল সব থেকে বেশি/

#Green_friends_mini_Store #green_friends

এই ধরনের ভিডিও আমি করতে চাইনি কোন সময় ওই জন্যই লেখা যে এটাই প্রথম ভিডিও এটাই শেষ ভিডিও প্রয়োজন পড়ে না ভিডিও করার জন্য কোন রকম প্রচারে আমি আসতে চায়না বিশেষ করে মিনি স্টোর কে নিয়ে। নিজের মতন যতোটুকু হয় ব্যাস এইটুকুতেই শান্তি।


ছোট্ট নিজের মতন করে বাগান করি সেখান থেকে ধীরে ধীরে সকলের কাছে পৌঁছে যায় আপনাদের নিজেদের চ্যানেল সকলের ছাদ বাগান গুলো দেখানো শুরু করে দেই এই চ্যানেলে মাধ্যমে।

সেখান থেকে খুব শখের বসে মিনি স্টোর তৈরি করা হয় কিছু গাছের সামগ্রী জিনিস বিক্রি করার জন্য। এবং প্রত্যেকটা মানুষকে সময় দেওয়া হয় বোঝানো হয় তারা কিভাবে বাগান করবে না করবে সবকিছু তুলে ধরা হয় তাদের বাগান করতে গেলে কোন কোন অসুবিধা গুলি হচ্ছে বিশেষ করে সেই গুলোর দিকে নজর দেওয়া হয়।

রোজ দুপুর একটাই নতুন ভিডিও থাকে আপনাদের জন্য একটু ফলো করলে ভালো ও সুন্দর বাগান করা আমাদের সকলের পক্ষে সম্ভব হবে বাগান করতে গেলে যা কিছু দরকার সবকিছু পেয়ে যাবেন মিনি স্টরে আলাদা করে বলার কিছু নেই আমাদের দুটো ফোন নম্বর দেওয়া থাকলো এই ফোন নম্বরে আপনারা যোগাযোগ করলেই হয়ে যাবে আমরা হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস পোস্ট অফিস সবকিছুর মাধ্যমে। মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়া হয়। 8240939503/ 03335528780

Комментарии

Информация по комментариям в разработке