দেশের সবচেয়ে বড় পোড়াদহ কাপড়ের হাট | ঐতিহ্যবাহী কাপড়ের হাট | latest news | পোড়াদাহ, কুষ্টিয়া

Описание к видео দেশের সবচেয়ে বড় পোড়াদহ কাপড়ের হাট | ঐতিহ্যবাহী কাপড়ের হাট | latest news | পোড়াদাহ, কুষ্টিয়া

দেশের দ্বিতীয় বৃহত্তম পোড়াদহ কাপড়ের হাট | কাপড়ের হাট | 100 years old cloth market | latest news

#clothmarket
#কাপড়েরহাট
#পোড়াদহ
#latestnews

দেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের বাজার কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ কাপড়ের হাট।প্রায় ৯০ বছরের পুরোনো কুষ্টিয়ার পোড়াদহ কাপড়ের হাট। উনিশ শতকের প্রথমদিকে তৎকালীন সুতা ব্যবসায়ী নুরুদ্দীন, হাসেম আলীসহ কয়েকজন মিলে এ হাট প্রতিষ্ঠা করেন। পোড়াদহ রেলওয়ে জংশনের সঙ্গে প্রায় ১৫ বিঘা জমির উপর ছোট ছোট ৬৩৮টি দোকান রয়েছে এই হাটে। আশেপাশে ব্যক্তিমালিকানায় আরো ৩০ বিঘা জমির এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে এই কাপড়ের হাট।এই হাটে খুচরাও বিক্রি বেড়েছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে।

দামে সাশ্রয়ী হওয়ায় কুষ্টিয়াসহ পার্শ্ববর্তী জেলার মানুষ এই হাটে কাপড় কিনতে আসেন। এছাড়া পাইকারি বাজার হওয়ায় আশপাশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরাও আসেন এখানে। এই হাটে গজ কাপড়, থান কাপড়, পাঞ্জাবির কাপড়, থ্রিপিচ, শাড়ি, সুতির কাপড়, জাকাতের কাপড়, মশারি, কোর্ট, প্যান্ট ও শার্টের পিচ, লুঙ্গি, রেডিমেট পোশাক পাওয়া যায়। সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার পোড়াদহ কাপড়ের হাট বসে। এই হাটে বর্তমানে প্রায় ২ হাজার দোকান আছে।

পোড়াদহ কাপড়ের হাটে ঢাকায় মসলিন, মিরপুরের কাতান ও গাউনের অনেক চাহিদা। এখানে আড়াই হাজার থেকে শুরু করে ছয় হাজার টাকায় গাউন এবং ঢাকায় মসলিন শাড়ি বিক্রি হয় চার হাজার টাকায়। এছাড়াও মিরপুরের কাতান শাড়ি সাত হাজার টাকায় বিক্রি হয়।

হাটের নিরাপত্তা ব্যবস্থা ভালো হাওয়ায় প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এখানে কাপড় কিনতে আসেন।এই হাটে ৯৫ ভাগ পণ্য দেশি। ৫ ভাগ থাকে বিদেশি। প্রতি হাটবারে কাপড়ের হাটে ৩৫ থেকে ৪০ কোটি টাকা বেচাকেনা হয়। এবং ব্যক্তিমালিকানা দোকানগুলোয় ৬০ কোটি টাকা বেচা বিক্রি হয়ে থাকে। এই কাপড়ের হাট থেকে প্রতিবছর গড়ে সরকারের রাজস্বের পরিমাণ ৪৮ লাখ টাকা।

Комментарии

Информация по комментариям в разработке