ভগিনী নিবেদিতা র ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী | Sister Nibedita | জীবনী

Описание к видео ভগিনী নিবেদিতা র ব্যক্তিগত জীবনের অজানা কাহিনী | Sister Nibedita | জীবনী

ভগ্নি নিবেদিতার আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল
জন্ম ২৮ অক্টোবর ১৮৬৭ – আয়ারল্যান্ড এর টাইরন শহরে
পিতা ও মাতা স্যামুয়েল রিচমন্ড নোবেল (পিতা)
মেরি ইসাবেলা (মাতা)
গুরু স্বামী বিবেকানন্দ
নিবেদিতার ভারত আগমন ১৮৯৫ সালের ২৮ শে জানুয়ারি
ইংল্যান্ডের লন্ডন শহরে ১৮৯৫সালে ভগিনী নিবেদিতার সাথে স্বামী বিবেকানন্দের প্রথম পরিচয় হয়েছিল, তারপর ১৮৯৮ সালে তিনি ভারতের কলকাতায় চলে আসেন। তিনি স্বামী বিবেকানন্দের দ্বারা এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি পরবর্তীকালে স্বামীজিকে তিনি আধ্যাত্মিক গুরু মেনে নেন।

মানুষের ভালোবাসা ও সেবা তার মনে এতটাই জড়িয়ে ছিল যে সে তার দেশ ছেড়ে ভারতে চলে আসে এবং তারপর এখানেই থেকে তিনি সমাজ কল্যাণ ও দরিদ্রদের সেবা মূলক কাজের জন্য নিজের সমর্পন করেন।

ভগ্নি নিবেদিতার এই সেবামূলক মনোভাব এবং আত্মত্যাগের কারণে, ভারতে তাকে অনেক সম্মান দেওয়া হয়। সেবা মূলক কাজকর্ম ছাড়াও তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে কিছুটা অংশগ্রহন করেন এবং সেই সময়কালে নারী শিক্ষার অগ্রগতি ও উন্নতি সাধনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন।

এই সমস্ত সমাজ কল্যাণ মূলক কাজকর্ম ছাড়োও তিনি ভারতের স্বধীনতা আন্দোলনে পরোক্ষভাবে অংশ নেনে। তিনি তার বক্তিতারর মাধ্যমে ভারতের তরুণদের মধ্যে স্বাধীনতার আন্দোলের এগিয়ে আসর জন্য উৎসাহিত করেন। তিনি সেই সময় একাধিক স্বাধীনতা সংগ্রামী ও কংগেসের নেতাদের সাথে পরিচিতি ছিলেন। কিন্তু স্বামীজীর চিন্তাধারা মধ্যে রাজনীতির কোনো যোগাযোগ না থাকায় ভগিনী নিবেদিতা তার সমাজসেবা মূলক কাজ চালিয়ে যেতে থাকে।
#viralvideo
#biography
#sisternibedita
#jiboni
#swamivivekananda
#sriramkrishnaparamhansa
#ranirasmoni
#history
#abpananda

Комментарии

Информация по комментариям в разработке