রাস্তার পাশে পরে থাকা অন্তসত্তা মহিলার; সু-চিকিৎসার ব্যাবস্থা করলেন বেলাব থানা ওসি ॥

Описание к видео রাস্তার পাশে পরে থাকা অন্তসত্তা মহিলার; সু-চিকিৎসার ব্যাবস্থা করলেন বেলাব থানা ওসি ॥

#narsingdi_belabo
রাস্তার পাশে পরে থাকা অন্তসত্তা মহিলার;

সু-চিকিৎসার ব্যাবস্থা করলেন বেলাব থানা ওসি ॥


নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর বাস স্ট্যান্ডে রাস্তার পাশে পরে থাকা অপ্রকৃতস্থ প্র্যাগনেন্ট ভবঘুরে মহিলাকে পরম মমতায় হাসপাতাল পৌঁছে দিয়ে মানবতার পরিচয় দিলেন বেলাব থানা অফিসার ইনচার্জ ফখরুদ্দীন ভূইয়া।

বেলাব থানা ওসি জানান, গত প্রায় ৪/৫ দিন যাবৎ বেলাব থানাধীন নারায়নপুর বাস স্ট্যান্ডে একটি রাস্তার পাশে পরিত্যাক্ত ঘরের সামনে আনুমানিক ৮/৯ মাসের প্যাগনেন্ট মরনাপন্ন মহিলা পরে থাকলেও কেহ কোন সাহায্যের জন্য এগিয়ে আসেনি। মহিলাটির বয়স আনুমানিক ৩০/৩২ বছর হবে। অজ্ঞাত সহায়হীন এক সুহৃদয় ব্যাক্তি বিষয়টি বেলাব থানার ওসি কে জানালে তিনি তাৎক্ষণিক থানা থেকে দুইজন মহিলা পুলিশ নিয়ে ডিউটিরত অফিসারের গাড়িতে করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরন করেন। নরসিংদী পুলিশ সুপার মহোদয় অসুস্থ্য মহিলাটির খোজখবর নিয়ে হাসপাতালের প্রসূতি ইউনিটে ভর্তি করার ব্যবস্থ্যা করে বলে জানান তিনি।

Комментарии

Информация по комментариям в разработке