ম্যাট্রিক্সের বাস্তব জীবনে ব্যবহার

Описание к видео ম্যাট্রিক্সের বাস্তব জীবনে ব্যবহার

ম্যাট্রিক্স নম্বরগুলি বিভিন্ন বাস্তব-জীবনের অ্যাপ্লিকেশনগুলিতে ডেটা এবং তথ্যের প্রতিনিধিত্ব এবং ম্যানিপুলেট করার জন্য ব্যবহৃত হয়। ম্যাট্রিক্স সংখ্যার কিছু সাধারণ ব্যবহার অন্তর্ভুক্ত: ইমেজ প্রসেসিং: ম্যাট্রিক্স সংখ্যা ডিজিটাল ইমেজ উপস্থাপন এবং প্রক্রিয়া করতে ব্যবহৃত হয়।

এই ভিডিয়োতে এনাম ভাইয়ার কাছ থেকে সহজেই শিখে নাও ম্যাট্রিক্সের বাস্তব জীবনে ব্যবহার। তোমাদের কলেজের পড়ালেখা কিন্তু শুরু হয়ে গিয়েছে। সময় অনেক অল্প কিন্তু পড়ালেখা অনেক বেশি! তাই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে চলে আসে Shikho'র একাডেমিক প্রোগ্রামে। সাইন্সের বেসিক কনসেপ্ট সহ পরিপূর্ন প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে এক কোর্সেই। শুধু তাই নয়, তোমাদের জন্য থাকছে সারপ্রাইজ স্কলারশিপ!

এখনই ফর্ম পূরণ করে নাও আর জিতে নাও দারুন সুযোগ 👉 https://shikho.io/HSC25-scholarship-com

এছাড়া পড়ালেখা সংক্রান্ত যেকোনো হেল্প পেতে কল করো 👉16780 নম্বরে। 📞



#shikhbojitbo
#shikhobangladesh
#academicprogram
#academic
#sciencebasic
#mathematics
#conceptmath
#matrix
#shikho

Комментарии

Информация по комментариям в разработке