কুশান পালা।। Kusan pala

Описание к видео কুশান পালা।। Kusan pala

কুশান একটি পরিবেশনা মুখী শিল্প আঙ্গিক। গান এবং অভিনয়ের সমন্বিত প্রয়াস। গানের ভেতর দিয়ে কাহিনির পারম্পর্য রক্ষা পায়। কুশানের অভিনয়ের ভেতর দ্বৈতাদ্বৈতবাদ লক্ষ করা যায়। একই অভিনয় শিল্পীর একাধিক চরিত্রে অভিনয়।

কুশান কিন্তু ভাওয়াইয়ারই নাট্যরুপ। উপস্থাপন রীতিতে কুশান পালা পরিবেশিত হয়। কুশান পালায় যারা অভিনয় করেন, নৃত্য করেন তারা একেবারেই মাঠের মানুষ। অনেকেই দিনমজুর। মেয়ের চরিত্রে ছেলেরাই অভিনয় করেন। কৃপা সিন্ধু রামায়ণের কাহিনী কুশান পালায় রূপ দিয়েছেন।

কুশানের দোহার কখনো ভাড় চরিত্রের অভিনয় করে থাকে। লক্ষ্মণ এবং ভাড়ের চরিত্রের একই ব্যক্তির অভিনয়কে দ্বৈতাদ্বৈতবাদ বলা হয়ে থাকে। বাংলাদেশের বা ভারতীয় উপমহাদেশের এমন অভিনয় ধারা পাশ্চাত্য এর নাটকে দেখা যায় না। কুশানকে আঞ্চলিক লোকজন গান হিসেবেই জানে। প্রকৃত প্রস্তাবে এটি গান নির্ভর নাট্যপালা। বাংলাদেশের অন্যান্য নাট্য পালার মত কুশান ও তাই। কুশানের কাহিনি মুলত: অদ্ভুত রামায়ণ থেকে সংগ্রহ করা হয়েছে। অদ্ভুত রামায়ণের রচিয়তা অদ্ভূত আচার্য। অন্যান্য রামায়ণের বিশেষত কৃত্তি বাসী রামায়ণে এই কাহিনি অনুপস্থিত।
কুশান এর কয়েকটি এর পালা হল রতনাকর দস্যু, হরিস, চন্দ্রের দান, শক্তিশীল, মহিরাবণ বধ উল্লেখযোগ্য। কুশান পালা মূলত লব কুশের কাহিনি। এখানে সাতটি কান্ড রয়েছে। সাতটি কান্ড সাতদিনে গাওয়া হয়। দুই যুগ পূর্বে যে কুশান গেরস্থের উঠানে গাওয়া হয়েছে তা বর্তমানে বিলুপ্ত প্রায়।
কিন্তু বর্তমানে আধুনিক জীবনের আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না কুশান। বিশ্বায়নের ধাক্কায় যখন বাংলাদেশের অনেক গুলি ঐতিহ্যবাহী শিল্প ধ্বংসের মুখে পতিত হয়েছে। কুশান কোনোক্রমে আত্মা রক্ষা করে আছে।

কুড়িগ্রাম প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তিতে এই বিলুপ্তপ্রায় সংস্কৃতিকে সকলের সামনে তুলে ধরতে কুশান পালার আয়োজন করা হয়। ২৭ অক্টোবর ২০১৭ বাংলাদেশের উত্তারঞ্চলের অন্যতম কুশান পালাকার কৃপা সিন্দু ও তার দলকে নিযে এই কুশান পালা পরিবেশন করেন।

Комментарии

Информация по комментариям в разработке