আগাছানাশক পরিচিতি প্রতিটা পর্বে আমি আলোচনা করে থাকি যে ওই আগাছানাশক এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে, তা কিভাবে কাজ করে মানে কার্যকারিতা।ওই কেমিক্যাল কম্পোজিশন এর আগাছানাশক আমরা কখন কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবো, সেই সব বিষয়গুলো নিয়েই ভিডিও গুলোতে আলোচনা করেছি।এছাড়া এই কেমিক্যাল কম্পোজিশন এর আগাছানাশক বাজারে আর কোন কোম্পানির কি নামে পাওয়া যায় তারও একটা লিস্ট নিচে দেয়া আছে।
এই ভিডিওতে আমি আলোচনা করেছি "পেন্ডিমেথালিন ৩০%ইসি"
কেমিক্যাল কম্পোজিশন এর আগাছানাশক গুলো নিয়ে।
"🙏স্বীকারোক্তি🙏"
"এই চ্যানেলে প্রচারিত ভিডিও পেস্টিসাইড রাসায়নিক গুনাগুন এবং তার কর্মক্ষমতার আলোচনা "শিক্ষার উদ্দেশ্য" সম্প্রসারিত । পেস্টিসাইডের ব্যবহার পদ্ধতি, আবহাওয়া, মৃত্তিকার ধরণ ও অন্যান্য শর্তের উপর নির্ভরশীল। তাই পেস্টিসাইড ব্যবহারের আগে এবং ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার । কারণ পেস্টিসাইড আমাদের শরীরের ক্ষতি করে এবং ফসলেরও ক্ষতি করতে পারে, তাই এই সকল বস্তুর কম বেশি কার্যগুন, ফলন, লাভ লোকসানের জন্য আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়বদ্ধ নয়।
ব্যবহার :
নথিভুক্ত ফর্মুলেশান : "পেন্ডিমেথালিন ৩০%ইসি"
মাত্রা : ১০মিলি/১কাঠা জমির জন্য।
আগাছা — সকল প্রকার মুথাজাতীয় আগাছা , পাতিঘাস , ফিমব্রিস টাইলিস , কেশুত , শুষনি , দুর্বা , মনোকোরিয়া , লুডুইজিয়া ( লবঙ্গফুল ) ,।
সতর্কতাঃ পেস্টিসাইড ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
১. যেহেতু পেস্টিসাইড আমাদের শরীরের ক্ষতি করে সেহেতু পেস্টিসাইড ব্যবহারের আগে এবং ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
২. পেস্টিসাইড ব্যবহারের সময় পেস্টিসাইড প্যাকেটের সঙ্গে যে লিফলেট দেয়া থাকে সেটাকে ভালো করে পড়ে সেই নিয়ম অনুসরণ করেই পেস্টিসাইড গাছে প্রয়োগ করা উচিত।
৩. পেস্টিসাইড নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত করা উচিত।
৪. সঠিক সময়ে ও সঠিক পদ্ধতি মেনে স্প্রে করা উচিত।
আগাছানাশক পরিচিতি: • আগাছানাশক পরিচিতি
P.G.R পরিচিতি: • P.G.R পরিচিতি
ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠: • ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠
কীটনাশক পরিচিতি: • কীটনাশক পরিচিতি
কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋: • কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋
গাছের খাবার 🌱🌳: • গাছের খাবার 🌱🌳
Pendimethalin30%Ec herbicide, pendimethalin 30 ec use in hindi, pendimethalin herbicide dose, Weed control, আগাছানাশক, পেন্ডিমেথালিন ৩০%ইসি আগাছানাশক, জমিতে আর একটাও আগাছা জন্মাবে না, জমিতে প্রচুর পরিমাণে আগাছা জন্মেছে?, ঘাস, Pendigold (Syngenta), Tata Ponida (Rallis), Stop (Krish. Rasa.), Gaddar (Hind. Palva.), Anustorm (Anu), Pendigard (Gharda), Spirit (Plat. Rime.), Penadryl (Crystal), Pendiherb (Keminova), Dhanustomp (Northern Min.), Penda (India), Pendamil (Insecti), Dost, Excel Plus (Excel), Speed (Indophil), Nagastra (Nagarjuna), Pendigan (Makhte), Pendant ( Heranba), depend (goddess), pendifix (gsp)
Информация по комментариям в разработке