বোচাঠাকুরের বটতলা মেলা

Описание к видео বোচাঠাকুরের বটতলা মেলা

প্রতি বছর ফাল্গুন মাসের এক তারিখ বসে বোচাঠাকুরের বটতলা মেলা। ডেমরা কোনাপাড়াতে এমন আয়োজন করেন তাঁর অনুসারীরা। একদিনব্যাপী এই মেলায় হরেক পণ্যের পসরা থাকলেও মূল আকর্ষণ লোকগানের আসর। সনাতন ধর্মাবলম্বীরা বটগাছতলাতে পূজো দেন।

বড় বড় ডেগচিতে অযাচিত দানে পাওয়া মজাদার সবজী-খিচুড়ি রান্না করে আগত সকল দর্শনার্থীদের আপ্যায়ন করা হয়। দুপুর থেকে শুরু করে চলে রাত আটা অব্দি গান-বাজনা।

বারো মাসে তের পার্বণের বাংলায় এমন হাজারো মেলা চলে বছরব্যাপী। হাজার বছর ধরে চলে আসা এই সমস্ত লোক-ঐতিহ্য ধরে রাখা সকলের দায়িত্ব।

Комментарии

Информация по комментариям в разработке