ঢাকার দর্শনীয় স্থান : বিখ্যাত ও সুন্দর জায়গা অবশ্যই দেখা উচিত | ঢাকা ভ্রমণ গাইড পর্ব - ১

Описание к видео ঢাকার দর্শনীয় স্থান : বিখ্যাত ও সুন্দর জায়গা অবশ্যই দেখা উচিত | ঢাকা ভ্রমণ গাইড পর্ব - ১

ঢাকার দর্শনীয় স্থান - ভ্রমন গাইডের এইবারের আয়োজন ঢাকায় ঘুরে বেড়ানোর জন্যে চমৎকার ও মনোরকম কিছু স্থান। ঢাকার ঐতিহাসিক বিখ্যাত স্থাপনা ও সুন্দর ৮টি ভ্রমণ স্থান নিয়ে আমাদের "ঢাকা ভ্রমণ গাইড - পর্ব ১"।

TOP 8 PLACES TO VISIT IN DHAKA | DHAKA TRAVEL GUIDE | Part 1

✿✿✿✿✿
যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুনঃ https://www.youtube.com/c/VromonGuide...
✿✿✿✿✿

ব্যস্ত এই ঢাকা শহরের যান্ত্রিকতার সাথে তাল মেলাতে গিয়ে নগরবাসী ক্রমেই চিত্তবিনোদন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সময়ের সাথে সাথে বড় হয়ে উঠা এই জাদুর শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থানের সাথে জড়িয়ে আছে অসংখ্য মানুষের শিকড়ের টান। ভ্রমণ গাইডের এই আয়োজনে রাজধানী ঢাকায় সময় কাটানো বা ঘুরে দেখা যায় এমন কিছু দর্শনীয় ও বিখ্যাত স্থান সম্পর্কে জানবো।

[ প্রতিটি জায়গার আরও বিস্তারিত তথ্য জানতে পড়ুনঃ https://vromonguide.com/location/dhaka ]

১। কেন্দ্রীয় শহীদ মিনার / Central Shaheed Minar
শহীদ মিনার বায়ান্নর ভাষা আন্দোলনের গৌরবোজ্জল স্মৃতির ধারক। ঢাকা মেডিক্যাল কলেজের পাশেই কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত। সময় পেলেই একটি বিকেলে ঘুরে আসতে পারেন ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ থেকে।

২। রোজ গার্ডেন প্যালেস / Rose Garden Palace
রাজধানী ঢাকার টিকাটুলিতে নয়নাভিরাম রোজ গার্ডেন প্যালেস ঢাকার অন্যতম আকর্ষণ। প্রাসাদের সামনে বাগানে রয়েছে মার্বেলের তৈরি কয়েকটি সুদৃশ্য মূর্তি। ছুটির দিন ছাড়া অন্য সকল দিনই রোজ গার্ডেন দেখতে পারবেন।

৩। তারা মসজিদ / Tara Mosque
পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় আবুল খয়রাত সড়কে তারা মসজিদটি অবস্থিত। ১৮ শতকের শুরুর দিকে তৎকালীন ঢাকার জমিদার মির্জা গোলাম পীর তারা মসজিদ নির্মাণ করেন।

৪। লালবাগ কেল্লা / Lalbagh Fort
লালবাগ কেল্লায় দেখতে পাবেন মনোরম বাগান, পরীবিবির সমাধি সৌধ, লালবাগ কেল্লা মসজিদ, ফোয়ারা, আরো কিছু সমাধি এবং তৎকালীন সময় যুদ্ধে ব্যবহৃত কামান ইত্যাদি। সপ্তাহের রবি ও সোমবার যথাক্রমে পূর্ণ ও অর্ধ দিবস এবং সকল সরকারী ছুটির দিনে লালবাগ কেল্লা বন্ধ থাকে।

৫। আহসান মঞ্জিল / Ahsan Manzil
আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা শহরের প্রথম ইট-পাথরের তৈরি স্থাপত্য নিদর্শন। মার্বেল পাথরের এই প্রাসাদের ভেতরে রয়েছে খাবার ঘর, লাইব্রেরি, জলসাঘর, দরবার হল এবং বিলিয়ার্ড খেলার জায়গা। আহসান মঞ্জিলের রংমহলের ২৩ টি কক্ষে ৪ হাজার ৭৭ নিদর্শন রয়েছে।

৬। জাতীয় জাদুঘর / National Museum
জাতীয় জাদুঘর বাংলাদেশের যুগ যুগ ধরে বেড়ে উঠার সমস্ত স্মৃতি চিহ্ন ধারাবাহিকতার সাথে আগলে রেখে চলেছে। শাহবাগ এলাকায় অবস্থিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এ জাদুঘরে ৪৬টি গ্যালারিতে রয়েছে প্রায় ৮৩ হাজারের বেশি নিদর্শন। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও সরকারির ছুটির দিন জাতীয় জাদুঘর বন্ধ থাকে।

৭। মৈনট ঘাট / Moinot Ghat
দোহার উপজেলার মৈনট ঘাট বর্তমানে 'মিনি কক্সবাজার' নামে পরিচিত। পদ্মার এক পাড়ে দোহার আর অপর পাড়ে ফরিদপুর। বিশাল চর মানুষকে সাগরের বেলাভূমির কথা মনে করিয়ে দেয় আর সামনের বিস্তীর্ণ পদ্মা হয়ে যায় সাগর।

৮। গোলাপ গ্রাম সাদুল্লাহপুর / Rose Village Sadullahpur
সাভারের বিরুলিয়া ইউনিয়নে তুরাগ নদীর তীরের অবস্থিত সাদুল্লাপুর গ্রামটিই বর্তমানে গোলাপ গ্রাম হিসাবে পরিচিত। নানা রঙের গোলাপ ফুল দিয়ে ঘেরা সমস্ত সাদুল্লাহপুর গ্রামটিকে একটি বাগান মনে হয়।

যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে উৎসাহিত করুন।

✿ ইউটিউব সাবস্ক্রাইব লিংকঃ https://www.youtube.com/c/VromonGuide...
✿ ফেসবুক পেইজঃ   / vromonguidebd  
✿ ওয়েবসাইটঃ https://VromonGuide.com


ট্যাগ'সঃ
ঢাকা ভ্রমণ, ঢাকা ভ্রমণ গাইড, ঢাকার দর্শনীয় স্থান, ঢাকার সুন্দর জায়গা, ঢাকা ভ্রমণ স্থান, ঢাকার বিখ্যাত জায়গা, ঢাকার ভিতরে ঘুরে বেড়ানোর জায়গা, ঢাকার দর্শনীয় জায়গা, ঢাকার মনোরম স্থান, ঢাকার দর্শনীয় স্থান খোলা বন্ধের সময়সূচী, ঢাকার পাশের দর্শনীয় স্থান, পুরান ঢাকায় ঘোরার জায়গা, পুরান ঢাকার দর্শনীয় স্থান, পুরনো ঢাকার দর্শনীয় স্থানসমূহ, ঢাকার বিভিন্ন দর্শনীয় স্থান, ঢাকায় বেড়ানোর জায়গা, ঢাকার আশেপাশে দর্শনীয় স্থান, ঢাকা সুন্দর জায়গা, ঢাকার আশেপাশে ভ্রমণ, ঢাকার কাছে বেড়ানোর জায়গা, ঢাকার আশেপাশে ঘোরাঘুরি, ঢাকার আশেপাশে ঘোরার জায়গা, ঢাকায় ঘোরার জায়গা, Things to do in Dhaka, Travel Places in Dhaka, Most Visited Place in Dhaka City, Dhaka Travel Guide, Tourist Places in Dhaka, 1 Day Tour near Dhaka, Attractions in Dhaka, Best Places to Visit in Dhaka, Dhaka Tourist Spots

Music by Ikson - Calling

Комментарии

Информация по комментариям в разработке